1. my@banglakhobor.online : দৈনিক বাংলা খবর : দৈনিক বাংলা খবর
  2. info@www.banglakhobor.online : বাংলা খবর :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে কাজ করবে নয়াদিল্লি : প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব চলতি মাসে সংস্কার, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ঘোষণার ইঙ্গিত প্রধান উপদেষ্টার শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সম্প্রতি বদলে যাচ্ছে নোটের ডিজাইন আয়ান শর্মার বিরুদ্ধে আবারও মামলা ধর্মদ্রোহী ও আন্তর্জাতিক অপরাধে অপরাধী কেন হবেন না ভারতীয় মিডিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার কুখ্যাত ডাকাত গ্রেফতার কুড়িগ্রাম জেলায় শীতের ঘনঘটা, গরম কাপড়ের দোকানে ভিড় মেট্রোরেলের নতুন বাজার ষ্টেশন নির্মানের নামে নিরীহ ব্যক্তিকে ভিটেছাড়া করার পাঁয়তারা ফ্যাসিস্ট লীগের দোসর, কুষ্টিয়ার মূর্তমান আতংক সাবেক অতিরিক্ত সচিব টিপু সুলতানকে রক্ষার ফন্দি

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক তিনটি চোরাই মোটর সাইকেল সহ ৬ জন গ্রেফতার

মাহবুব আলম
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ জুন, ২০২৪


গত ১১/০৬/২০২৪খ্রিঃ তারিখ ২২:৫০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম কুমিল্লা জেলায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার আমতলী চট্টগ্রাম-টু-ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোস্টে ডিউটি করাকালে ৩টি মোটর সাইকেল আসতে দেখলে দাঁড়ানোর জন্য সংকেত দেন এবং তাদেরকে মোটর সাইকেলের বৈধ কাগজপত্র উপস্থাপন করতে বললে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরবর্তীতে সন্দেহ হলে মোটরসাইকেল গুলো তল্লাশি ও পর্যবেক্ষণ করলে ০৩টি মোটর সাইকেলের মধ্যে একটি পুরাতন কালো রংয়ের YAMAHA R15 V-3 মোটর সাইকেল বুড়িচং থানার মামলা নং-১৪(০৬)২৪ এর বর্নিত মোটর সাইকেল এর সাথে মিল পাওয়া যাওয়ায়। পরবর্তীতে আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করলে, আসামীগন বুড়িচং থানায় দায়েরকৃত মামলার ঘটনার সত্যতা স্বীকার করে এবং জানায় যে, তারা পরস্পর যোগসাজসে কালো রংয়ের মোটর সাইকেলটি গত-০১/০৬/২০২৪খ্রিঃ তারিখ বুড়িচং থানাধীন শংকুচাইল বাজারস্থ “রাদিফা অটো বাইক নামক”দোকানের সামনে থেকে চুরি করে। বুড়িচং থানার মামলার বাদীকে ফোন করে ঘটনাস্থলে নিয়ে আসলে বাদী রিফাত হোসেন (২৫) মোটরসাইকেলটি দেখে তার বলে সনাক্ত করেন। তাৎক্ষনিক উপস্থিত সাক্ষীদের সম্মুখে তিনটি মোটরসাইকেল জব্দপূর্বক ৬ জন আসামিকেই গ্রেফতার করা হয়।

উক্ত ঘটনায় কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার মামলানং-৩৭,তারিখ-১২/০৬/২৪ ইং ধারা-৪১৩/৩৪ পেনাল কোড মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের নাম ঠিকানাঃ-
১। শফিউল ইসলাম জনি (২৮), পিতা- দুলাল হোসেন, গ্রাম-বাকশিমুল, থানা- বুড়িচং, জেলা-কুমিল্লা ।
২। মোহাম্মদ নাজমুল রেজা হৃদয় (২২), পিতা-মৃত রেজাউল করিম, গ্রাম- বাকশিমুল (দক্ষিণ পাড়া), থানা-বুড়িচং জেলা-কুমিল্লা,
৩। মোহাম্মদ রাকিবুল ইসলাম রনি (২৪), পিতা- রফিকুল ইসলাম, গ্রাম-বাক শিমুল, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা,
৪। মোঃ শাহিন (২৩), পিতা-কেতু সর্দার @ কেতা, গ্রাম- বাকশিমু, থানা-বুড়িচং জেলা-কুমিল্লা,
৫। মোহাম্মদ নয়ন (১৯), পিতা-মোঃ আলম, গ্রাম-মহারং, ১নং ওয়ার্ড পৌরসভা, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা,
৬। মোঃ শাওন (১৯), পিতা-মোঃ কামাল, গ্রাম-বেলাশ^র, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা

উদ্ধারকৃত মোটরসাইকেল এর বিবরণঃ-
১। একটি পুরাতন কালো রংয়ের YAMAHA R15 V-3 মোটর সাইকেল,যাহার রেজিঃ নং-ঢাকা,
মেট্রো-ল-৫৫-০৮২৪,
২। একটি পুরাতন নীল রংয়ের রেজিঃ নাম্বার বিহীন YAMAHA R15 V-3 মোটর সাইকেল,
৩।একটি পুরাতন কালো রংয়ের রেজিঃ নাম্বার বিহীন YAMAHA MT-15 মোটর সাইকেল।

গোয়েন্দা শাখা কুমিল্লা জেলার বিচক্ষণ অফিসার এর সার্বিক তত্ত্বাবধানে সবসময় তৎপর রয়েছে চৌকষ বাহিনীর সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সমস্ত অধিকার সংরক্ষিত