1. my@banglakhobor.online : দৈনিক বাংলা খবর : দৈনিক বাংলা খবর
  2. info@www.banglakhobor.online : বাংলা খবর :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে: নাহিদ ইসলাম সিরিয়ায় দুই দিনে ৪৮০ দফা হামলা ইসরাইলের জাতিসংঘের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান ঢাকার ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে কাজ করবে নয়াদিল্লি : প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব চলতি মাসে সংস্কার, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ঘোষণার ইঙ্গিত প্রধান উপদেষ্টার শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সম্প্রতি বদলে যাচ্ছে নোটের ডিজাইন আয়ান শর্মার বিরুদ্ধে আবারও মামলা ধর্মদ্রোহী ও আন্তর্জাতিক অপরাধে অপরাধী কেন হবেন না ভারতীয় মিডিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার কুখ্যাত ডাকাত গ্রেফতার

শেখ হাসিনার আদর্শের সৈনিক হিসেবে দেশের তরে কাজ করবো মেহের আফরোজ চুমকি এমপি

আলিফ আরিফা, গাজীপুর প্রতিনিধি।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

পবিত্র ঈদ-উল আযহার পর মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের পিতার স্মৃতি বিজরিত বড়হরা গ্রামের নিজ বাড়িতে ঈদ পুনঃর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতা-কর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি বেগম মেহের আফরোজ চুমকি এমপি।

শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন- আমার মরহুম পিতা শহীদ ময়েজ উদ্দিন আমার প্রেরণা। তার স্বপ্নকে বাস্তবায়ন করতে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছি। যতদিন বাঁচব ততদিন আমি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কালীগঞ্জের সকল নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাব। শেখ হাসিনার আদর্শের সৈনিক হিসেবে দেশের তরে কাজ করবো।
মেহের আফরোজ চুমকি এমপি বলেন- নিজেদের স্বার্থ হাসিলের জন্য আওয়ামীলীগের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু লোক স্বতন্ত্র নামে আওয়ামীলীগের বিরোধিতা করে দলের ভাবমুর্তি নষ্ট করেছে। স্বতন্ত্রের নামে আজ তারা চিহ্নিত হওয়ায় আমাদের সুবিধে হয়েছে ত্যাগী আওয়ামীলীগ নেতা-কর্মী চিনতে। কাজেই এখন আমরা নিজ নিজ এলাকায় পরীক্ষিত লোকজন নিয়ে আওয়ামীলীগকে নতুন আঙ্গিকে সাজাবো।
ঈদ পরবর্তী ওই অনুষ্ঠানে মোক্তারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলমগীর হোসেনের আয়োজনে দুপুরে অনুষ্ঠিত হয় প্রীতিভোজ।
মেহের আফরোজ চুমকি এমপি’র স্বামী ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমমানসহ কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধূরী, উপজেলা চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ, মোক্তারপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ নেতৃবৃন্দ ঈদ পুনঃর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সমস্ত অধিকার সংরক্ষিত