কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ০৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদন্ড ও ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড জিআর সাজাপ্রাপ্ত ০১ জন আসামী গ্রেফতারঃ
জনাব মোঃ মাহফুজুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের নির্দেশক্রমে জনাব মোঃ শাকিল আহমেদ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের সার্বিক পরিকল্পনায় কক্সবাজার জেলার সকল থানায় ওয়ারেন্ট তামিল করার বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন। তারই প্রেক্ষিতে অদ্য ২২/০৬/২০২৪ খ্রি. জনাব মুহাম্মদ ওসমান গনি, অফিসার ইনচার্জ, টেকনাফ মডেল থানা সহযোগিতায় এএসআই (নিরস্ত্র) রিটন দে এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় টেকনাফ মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দায়রা-৭৬৫৪/১৮, কোতোয়ালী থানার মামলা নং-৪৯(০৪)১৮, জিআর-২৯৫/১ ৮, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(খ) মূলে ০৫(পাঁচ) বছর সশ্রম কারাদন্ড ও ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড জিআর সাজাপ্রাপ্ত আসামী ১। মোঃ আলম (২৩),পিতা- মৃত নুর হোসেন, মাতা- সাহারা খাতুন, সাং- নয়াপাড়া, ০৫ নং ওয়ার্ড, মাষ্টার সৈয়দ আলমের বাড়ি, হোয়াইক্যং ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।