গত ২২শে জুন শনিবার ‘সকালের সময়’ এ ‘৪নং ওয়ার্ড শমসের পাড়া, অদুর পাড়া হাজীপাড়া এলাকার আতংকের আরেক নাম কিশোর গ্যাং’ শিরোনামে আমাকে জড়িয়ে যে নিউজটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। স্বাধীন সাংবাদিকতার নামে এ ধরনের সংবাদ পরিবেশন সংবাদপত্রের জন্য অসম্মানকর ও ব্যক্তির চরম ইজ্জত হানিকরও বটে।
মূলতঃ একটি চিহ্নিত কুচক্র মহল যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাঁন্দগাও ৪ নং ওয়ার্ডে চাঁন্দগাও আবাসিক, শমসের পাড়া, এলাকায় হাজার হাজার মানুষ মানববন্ধন করেছে যা দৈনিক পূর্বকোণ ১৩ এপ্রিল ২০১৯, দৈনিক প্রথম আলো ১৩ এপ্রিল ২০১৯ পএিকায় নিউজ হয়েছে। তাদের বিরুদ্ধে কিশোর গ্যাং লিষ্টে সিএমপির প্রথম সারিতে নাম রয়েছে। চক্রটি সরকারি দলের নাম বিক্রি করে এবং স্হানীয় এক আ.লীগ নেতার আশ্রয় প্রশ্রয়ে দীর্ঘদিন যাবত অত্র এলাকার জনসাধারণকে জিম্মি করে মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং লালন পালন করে আসছিলো। একটা সময় এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে মানববন্ধন করেছে। পরবর্তীতে বিশাল পরিমাণ মাদক সহ প্রশাসন তাদের গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে। পূনরায় বের হয়ে আবারও আগের কর্মকান্ডে জড়িয়ে পড়ে ওই মহলটি কিন্তু তাদের কর্মকান্ডে বাঁধবাধে স্থানীয় সমাজ।
আমি সমাজের একজন প্রতিনিধি হয়ে কিশোর গ্যাং, মাদক ব্যবসা সমাজ থেকে নির্মূল করতে এলাকাবাসির ও প্রশাসনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তাই আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে কর্মক্ষেত্রে ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা বানোয়াট ও ভিওিহীন সংবাদ প্রচার করেছে। আমি মোহাম্মদ সারোয়ার প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।