গত ১১/০৭/২০২৪ খ্রিঃ তারিখ বেলা ১৪:০৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি চৌকস টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার পূর্ব ভাটপাড়া এলাকায় রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে ০১টি অটোরিক্সা তল্লাশি করে ৫৫ (পঞ্চান্ন) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী
১। মোঃ জহির (৩৫), পিতা-আব্দুল আলী, মাতা-কুসুম বেগম, গ্রাম-খারেরা ,থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা,
২। রনজিৎ চন্দ্র শীল (২৫), পিতা- জিতেন্দ্র চন্দ্র শীল, মাতা-লিপি বালা শীল, গ্রাম-খারেরা, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা,
৩। মোঃ ফয়সাল (২২), পিতা-আব্দুস সালাম, মাতা- তফুরা বেগম, গ্রাম- লোহাইমুড়ি , থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা,
৪। আহসানুল হক (২৩), পিতা-ইমাম হোসেন, মাতা- মায়া বেগম, গ্রাম-লোহাইমুড়ি , থানা-বুড়িচং, জেলা-কুমিল্লাদের গ্রেফতার করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার মামলা নং-৩০, তারিখ-১১/০৭/’২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ) রুজু করা হয়।