সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: আরিফ হোসেন হাওলাদারের নেতৃত্বে তারা শরিফুলের বাসায় যান।
এ সময় তারা শরিফুলের কবর জিয়ারত করেন ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: হাসিবুর রহমান খান মুন্না, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুবেল প্রধান, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তুষার এ সময় উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন মহানগর সাবেক প্রচার সম্পাদক দীপু, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলন, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোবহান আহমেদ স্বপন-সহ প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মো: শরিফুল ইসলামের।