উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীকের সামনেই সাংবাদিক জনতার তোপের মুখে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
উপস্থিত শতাধিক সাংবাদিক জনতা ডিসিকে সরাসরি চোর, ডাকাত, দুর্নিতিবাজ ও খুনি হাসিনার দোসর এবং চট্টগ্রামে গণহত্যার মদতদানকারী হিসাবে আখ্যায়িত করেছে। অবিলম্বে ডিসির অপসারণ দাবী জানিয়েছে উপদেষ্টা ও ছাত্র সমন্বয়কদের প্রতি।
পরিস্থিতি উত্তপ্ত দেখে ডিসি দ্রুত উপদেষ্টা ফারুক ই আজম এর গাড়িতে উঠে দ্রুত স্থান ত্যাগ করেন। উপদেষ্টা ও ছাত্র সমন্বয়কগণ ক্ষুদ্ধ সাংবাদিক জনতাকে ডিসির অপসারণ সংক্রান্তে অভিযোগটি বিবেচনায় নিবেন মর্মে আআশ্বস্ত করেছে।