1. my@banglakhobor.online : দৈনিক বাংলা খবর : দৈনিক বাংলা খবর
  2. info@www.banglakhobor.online : বাংলা খবর :
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লা জেলার লাকসাম থানার চাঞ্চল্যকর ক্লুলেস সাইমন (১৭) হত্যার রহস্য উদঘাটন ও মূল আসামী গ্রেফতার ঢাকার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন জনাব তানভীর আহমেদ চাঁপাইনবাবগঞ্জে ডিসির শত অনিয়মের পরেও বহাল ভারতে বসে শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে। পিটিআইকে ড. ইউনূস পাচারের টাকায় সামিটের আজিজ খান এখন সিঙ্গাপুরের শীর্ষ ধনী মনপুরা-তজুমদ্দিন নৌ রুটে সি-ট্রাক সার্ভিস চালু থাকবেঃ বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সচিবদের দ্রুত সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ফিরোজায় ব্রিটিশ হাইকমিশনার ডায়মন্ড ওয়াল্ডের দিলীপ আগারওয়াল গ্রেপ্তার দলের নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা আদায় ময়মনসিংহ বিএনপির যুগ্ম আহ্বায়কসহ ২১ নেতাকর্মীর নামে মামলা

মিরপুর হোসাইনিয়া আরাবিয়া মাদরাসা সংলগ্ন মসজিদে জোড়পূর্বক বক্তব্য: বাধা: মুসল্লিদের উপর হামলা

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের “মিরপুর হোসাইনিয়া আরাবিয়া মাদরাসা”র মসজিদে নিয়ে বিরোধের জেরে জুম্মা নামাজের পূর্বে আসাদ আল হোসাইন মসজিদ জোড়পূর্বক বয়ান দিতে চাইলে মুসল্লিরা বাধা মুখে পড়েন।

পরে আসাদ ও তার অনুসারি নিয়ে দেশীয় অস্ত্র রাম দা, হকিস্টিক ও লাটি নিয়ে মুসল্লিদের উপর হামলা করার অভিযোগ উঠেছে। এতে জুবায়ের আহমদ (৬৫), জুনেদ জামান (৬০), ছালেহ আহমদ (৫৫), খিজির মো: জুলফিকার (৫০), ছাদি আহমদ (১৪), তায়েফ আহমদ (১৭)সহ তাদের অন্যান্য লোকজন গুরুতর আহত হন।

অপরদিকে, প্রতিপক্ষের-আব্দাল মিয়া, আজমাল মিয়া, সালমন আহমদসহ উভয় পক্ষে অন্তত ১৪জন আহত হয়েছেন।

এ ঘটনায় মিরপুর হোসাইনিয়া আরাবিয়া মাদরাসা-এর সহ-সভাপতি ও ভূমি দাতার ছেলে জুবায়ের আহমদ বাদী হয়ে- আসাদ আল হোসাইন (৬০), আব্দুল অদুদ (৪৭), মো: রাসেল (২৮), মো: রাজুল (২৬), বিলাল উদ্দিন (৪৭), আব্দাল মিয়া (৬০), আজমল মিয়া (৫৮), জামাল মিয়া (৪৭), লিয়াকত মিয়া (৪৮), আনোয়ার মিয়া (৪৮), আরমান মিয়া (২০), সালমান মিয়া (১৯), গোলাম মৌলা (২৮)গং অজ্ঞাতনামা ৭-৮জন নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ ( মামলা নং- ৫/২২০ তাং ১৭/৮/২০২৪) দায়ের করেছেন।

অপরদিকে, প্রতিপক্ষ অর্থাৎ মাদ্রাসার প্রিন্সিপাল আসাদ আল হোসাইনের পক্ষ থেকে ও থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

একটি সুত্র জানায়- কমিটিকে না জানিয়ে বার্ষিক ওয়াজ মাহফিল, ব্যাংকে টাকা জমা না রাখা, অনুমোদনহীন ব্যয় ভাউছার তৈরি করা, সংগৃহিত অর্থ খাতায় লিপিবদ্ধ না করা, দীর্ঘ সময় দেশের বাহিরে অবস্থান, একাধিক মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) হিসেবে দায়িত্ব পালন, নিজের খেয়াল খুশিমতো চলাফেরা, প্রতিষ্ঠানের নামের সাথে তার বাবার নামে স্মৃতি বিজড়িত হিসেবে সংযুক্ত করা, প্রতিষ্ঠানের আয়-ব্যয় এর হিসাব চাইলে গুম করার হুমকি প্রদান, কমিটির অনুমোধন ছাড়া রশিদ বই ছাপানো, সৌদি আরব অবস্থান, পাকিস্থানে লেখা-পড়া করা, ভারপ্রাপ্ত মুহতামিম নিয়োগে ব্যবস্থাপনা পরিষদের অনুমোদন না নেয়াসহ হিংসাত্মক আচরণ ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করার অভিযোগ উঠে মিরপুর হোসাইনিয়া আরাবিয়া মাদরাসার প্রধান শিক্ষক (মোহতামিম)এর বিরুদ্ধে।

মাদরাসার আয়-ব্যয় আত্বসাৎ এর অভিযোগে উক্ত মাদরাসা কমিঠির পক্ষ থেকে মৌলভীবাজার ১নং আমল গ্রহণকারী আদালতে ১৬৭/২৪ (সদর) মামলা রয়েছে। তার বিরুদ্ধে নন জিআর ২৩/২০২৪ (সদর) মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়।

অভিযোগের প্রেক্ষিতে তার অস্থাবর মালামাল ক্রুক করার দির্দেশ দেন বিজ্ঞ আদাদলত। মৌলভীবাজার মডেল থানার এএসআই রানা মিয়া আদালতের নির্দেশে অস্থাবর মালামাল ক্রুক করতে তার বাড়ি মিরপুরে যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত