1. my@banglakhobor.online : দৈনিক বাংলা খবর : দৈনিক বাংলা খবর
  2. info@www.banglakhobor.online : বাংলা খবর :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি গঠন নোয়াপাড়ায় র‍্যাপিড এ্যা’কশন ব্যাটালিয়ানের শীতবস্ত্র বিতরণ কুমিল্লা ডিবি কর্তৃক একটি কাভার্ডভ্যান, ৬০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মহানগর বিএনপির ০৮নং ওয়ার্ড”র সভাপতি এড. মিঠু ও সাধারণ সম্পাদক মেহেদী ফেসবুক ব্যবহারে কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক নিত্যপণ্যে ভ্যাটের বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে -অর্থ উপদেষ্টা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ১৭ বছর পর কারামুক্ত কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করল সরকার ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্রের দরকার নেই: ড. ইউনূস

মিরপুর হোসাইনিয়া আরাবিয়া মাদরাসা সংলগ্ন মসজিদে জোড়পূর্বক বক্তব্য: বাধা: মুসল্লিদের উপর হামলা

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের “মিরপুর হোসাইনিয়া আরাবিয়া মাদরাসা”র মসজিদে নিয়ে বিরোধের জেরে জুম্মা নামাজের পূর্বে আসাদ আল হোসাইন মসজিদ জোড়পূর্বক বয়ান দিতে চাইলে মুসল্লিরা বাধা মুখে পড়েন।

পরে আসাদ ও তার অনুসারি নিয়ে দেশীয় অস্ত্র রাম দা, হকিস্টিক ও লাটি নিয়ে মুসল্লিদের উপর হামলা করার অভিযোগ উঠেছে। এতে জুবায়ের আহমদ (৬৫), জুনেদ জামান (৬০), ছালেহ আহমদ (৫৫), খিজির মো: জুলফিকার (৫০), ছাদি আহমদ (১৪), তায়েফ আহমদ (১৭)সহ তাদের অন্যান্য লোকজন গুরুতর আহত হন।

অপরদিকে, প্রতিপক্ষের-আব্দাল মিয়া, আজমাল মিয়া, সালমন আহমদসহ উভয় পক্ষে অন্তত ১৪জন আহত হয়েছেন।

এ ঘটনায় মিরপুর হোসাইনিয়া আরাবিয়া মাদরাসা-এর সহ-সভাপতি ও ভূমি দাতার ছেলে জুবায়ের আহমদ বাদী হয়ে- আসাদ আল হোসাইন (৬০), আব্দুল অদুদ (৪৭), মো: রাসেল (২৮), মো: রাজুল (২৬), বিলাল উদ্দিন (৪৭), আব্দাল মিয়া (৬০), আজমল মিয়া (৫৮), জামাল মিয়া (৪৭), লিয়াকত মিয়া (৪৮), আনোয়ার মিয়া (৪৮), আরমান মিয়া (২০), সালমান মিয়া (১৯), গোলাম মৌলা (২৮)গং অজ্ঞাতনামা ৭-৮জন নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ ( মামলা নং- ৫/২২০ তাং ১৭/৮/২০২৪) দায়ের করেছেন।

অপরদিকে, প্রতিপক্ষ অর্থাৎ মাদ্রাসার প্রিন্সিপাল আসাদ আল হোসাইনের পক্ষ থেকে ও থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

একটি সুত্র জানায়- কমিটিকে না জানিয়ে বার্ষিক ওয়াজ মাহফিল, ব্যাংকে টাকা জমা না রাখা, অনুমোদনহীন ব্যয় ভাউছার তৈরি করা, সংগৃহিত অর্থ খাতায় লিপিবদ্ধ না করা, দীর্ঘ সময় দেশের বাহিরে অবস্থান, একাধিক মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) হিসেবে দায়িত্ব পালন, নিজের খেয়াল খুশিমতো চলাফেরা, প্রতিষ্ঠানের নামের সাথে তার বাবার নামে স্মৃতি বিজড়িত হিসেবে সংযুক্ত করা, প্রতিষ্ঠানের আয়-ব্যয় এর হিসাব চাইলে গুম করার হুমকি প্রদান, কমিটির অনুমোধন ছাড়া রশিদ বই ছাপানো, সৌদি আরব অবস্থান, পাকিস্থানে লেখা-পড়া করা, ভারপ্রাপ্ত মুহতামিম নিয়োগে ব্যবস্থাপনা পরিষদের অনুমোদন না নেয়াসহ হিংসাত্মক আচরণ ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করার অভিযোগ উঠে মিরপুর হোসাইনিয়া আরাবিয়া মাদরাসার প্রধান শিক্ষক (মোহতামিম)এর বিরুদ্ধে।

মাদরাসার আয়-ব্যয় আত্বসাৎ এর অভিযোগে উক্ত মাদরাসা কমিঠির পক্ষ থেকে মৌলভীবাজার ১নং আমল গ্রহণকারী আদালতে ১৬৭/২৪ (সদর) মামলা রয়েছে। তার বিরুদ্ধে নন জিআর ২৩/২০২৪ (সদর) মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়।

অভিযোগের প্রেক্ষিতে তার অস্থাবর মালামাল ক্রুক করার দির্দেশ দেন বিজ্ঞ আদাদলত। মৌলভীবাজার মডেল থানার এএসআই রানা মিয়া আদালতের নির্দেশে অস্থাবর মালামাল ক্রুক করতে তার বাড়ি মিরপুরে যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত