বাংলাদেশের শীর্ষ চোরাকারবারি ডায়মন্ড ওয়ার্ল্ড এর পরিচালক ডায়মন্ড, সোনা ও মাদক চোরাকারবারি দিলীপ কুমার আগরওয়ালার চোরাচালান ও তার অবৈধ পথের সম্রাজ্য নিয়ে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার তথ্য প্রমানের ভিত্তিতে সিরিজ আকারে সংবাদ প্রকাশ করে চলেছেন পত্রিকাটি।
দিলীপ কুমার আগরওয়ালা দুধে ধোঁয়া তুলসী পাতা হিসেবে নিজেকে সাধু প্রমান করতে তার ডায়মন্ড ওয়ার্ল্ড এর মিডিয়া পিআরও শাহাদাৎ মুন্না নামে এক কথিত সাংবাদিককে দিয়ে পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদ সহ তার পত্রিকার সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করার জন্য জাতীয় প্রেস ক্লাবে ডুকে দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদকে ওপেনলী প্রাণ নাশের হুমকি ধামকী সহ বারংবার মোবাইল ফোনে ফোন দিয়ে সম্পাদক সহ সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি প্রদান করে চলেছেন,যা প্রমানাদি দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকা পরিবারের নিকট রয়েছে।
আওয়ামী লীগ সরকার থাকা কালিন ডায়মন্ড ওয়ার্ল্ড এর পরিচালক ও ডায়মন্ড সোনা ও মাদক চোরাকারবারি দিলীপ কুমার আগরওয়ালা অবৈধ পথে কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা, এতো সব অপরাধ করেও অদৃশ্য ক্ষমতার বলে দিলীপ কুমার আগরওয়ালার মতো অনেকেই পার পেয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগ সরকার পতনের পরেই সুযোগ বুঝে সটকে পরেছেন বিদেশে, এই সুবিধাবাদী ডায়মন্ড সোনা ও মাদক চোরাকারবারি বর্তমানে তার লোকবল দিয়ে দেনদরবার শুরু করে দিয়েছেন সরকারের বিভিন্ন দপ্তরে। একটু সিগ্ন্যাল পেলেই বিদেশ থেকে ফেরৎ আসবেন বাংলাদেশে,এমন তথ্য নিশ্চিত করেছেন তার অফিসের এক কর্মচারী।
ডায়মন্ড সোনা ও মাদক চোরাকারবারি দিলীপ কুমার আগরওয়ালা দুর্নীতি ও সকল প্রকার ক্রাইম সম্পর্কে ৬ পর্বে বিস্তারিত জানানো হবে।