চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে ও হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী আব্দুল করিমকে গত ২৬শে আগস্ট দিবাগত রাত অনুমানিক ১:০০ টার সময় পৃর্ব শত্রুতার জের ধরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে-হত্যাকারীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রসমাজ ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৯ আগস্ট ২০২৪) সকাল ১১:০০ ঘটিকায় আদিনা ফজলুল হক সরকারি কলেজ থেকে র্যালি বের করে মানাকষা ঈদগাহ মোড়ে গিয়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আব্দুল করিমের সহপাঠি, ছাত্রসমাজ, এলাকাবাসী মিলে কয়েক শতাধিক লোকজন উপস্থিত হয়।
মানববন্ধন চলাকালে করিমের পরিবার ও বক্তারা আব্দুল করিমের নৃশংসভাবে হত্যার প্রতিবাদ জানায় এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি করেন।