ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে শিল্প কারখানায় চাঁদাবাজির পর এবার সাংবাদিকদের বাসা বাড়িতে চড়াও হওয়াসহ হত্যার হুমকি দেয়া হচ্ছে।
ময়মনসিংহের সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিকের বাসায় গিয়ে প্রাননাশের হুমকি ও বাসায় হামলা করে সাগর খান ও সৈকতসহ ১৫ জন যুবক। তারা নিজেদের বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা দাবী করে এ কর্মকান্ড চালিয়েছে। তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি না থাকলেও স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ অনেকেই স্বঘোষিত সমন্বয়ক সেজে নানা অপকর্মে মেতে উঠেছে। তাদের নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সমন্বয়কের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন ময়মনসিংহবাসী।