অশান্ত উত্তাল পাহাড়ি জনপদ দীঘিনালা। সেখানে রক্তপাত ঘটেছে, উদগীরণ হচ্ছে সাম্প্রদায়িকতার বিষবাষ্প। শান্ত প্রকৃতির ছায়া শীতল সৌহার্দ্যতার মাঝে বাজছে সংঘাতের দামামা, আবার মুখোমুখি দাঁড়িয়েছে পাহাড়ি-বাঙালি। ভালো নেই খাগড়াছড়ি, ভালো নেই সেখানকার মানুষজন।
খাগড়াছড়ির মধুপুর, মহাজনপাড়া, দিঘীনালা, বাবুছড়া, গুইমারা, রামগর, মানিকছড়ির নানা জায়গায় হামলা-ভাঙচুর হয়েছে, আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে বাড়িঘর, দোকানপাট।
সেটেলার বাঙালি যুবক হত্যার অভিযোগকে কেন্দ্র করেই সীমাহীন অরাজকতার সূত্রপাত ঘটে, ক্রমেই তা ছড়িয়ে পড়ে পাহাড় থেকে পাহাড়ে। টানা ২৪ ঘণ্টা ধরে স্পর্শকাতর ওই জনপদে সংঘাতের বিস্তার ঘটলো কিভাবে? বাধাহীন নৈরাজ্যের পেছনে কারা দায়ী? সবকিছু খুঁজে বের করার পাশাপাশি সকল ক্ষতিগ্রস্থ পরিবারে জরুরি ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হোক, এখনই।