সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত রিপোর্ট শতাধিক বার পিছানো ও হত্যাকাণ্ডের মুল আসামিদের অদ্যাবধি আইনের আওতায় না আনায় ক্ষোভ জানিয়ে মানববন্ধনের আয়োজন করে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যে।১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল চারটায় বন্দর নগরীর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সমন্বয়ক সাংবাদিক মোহাম্মদ গিয়াস উদ্দিন লিটন ও শফিকুল ইসলামের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ কাউন্সিলের নির্বাহী পরিষদের সদস্য, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, চট্টগ্রাম এডিটরস ক্লাব প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সর্বজন শ্রদ্ধেয় মইনুদ্দীন কাদেরী শওকত,
মানব মানববন্ধনটিতে সভাপতিত্ব করেন, আরিয়ান লেনিন সমন্বয়ক বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য।
এতে বক্তব্য রাখেন, দৈনিক আমাদের নতুন সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান কামাল পারভেজ, দৈনিক কমার্শিয়াল পত্রিকার সম্পাদক সুজিত কুমার দাস, নিউজ গার্ডেন’র সম্পাদক কামরুল হুদা, কিরণ শর্মা সভাপতি রিপোর্ট ইউনিটি, এম আলী হোসেন সহ-সভাপতি চট্টগ্রাম এডিটরস ক্লাব ও সম্পাদক সাপ্তাহিক পূর্ব বাংলা, দৈনিক সকালের সময় পত্রিকার ব্যুরো প্রধান এস এম পিন্টু, শিব্বির আহমেদ ওসমান বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য’র সমন্বয়ক ও সভাপতি চট্টগ্রাম সাংবাদিক ফোরাম, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সমন্বয়ক ইসমাইল ইমন ব্যুরো চীফ দৈনিক আজকের বাংলা,মো. রফিকুল ইসলাম সিনিয়র রিপোর্টার দৈনিক বাংলাদেশ সমাচার, মো. মাসুদ পারভেজ সিএইচডি নিউজ ইনচার্জ, হুমায়ুন করিব ব্যুরো প্রধান মাই টিভি, শহিদুল ইসলাম ব্যুরো প্রধান স্বাধীন সংবাদ , এম আর তাওহীদ সম্পাদক কর্ণফুলী টেলিভিশন, ইমতিয়াজ ফারুক, দৈনিক একুশে সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি এম এ আজিজ কিরণ, দৈনিক চট্টগ্রাম সংবাদের প্রকাশকের সম্পাদক হান্নান রহিম তালুকদার,ফৌজুল আজাদ চৌধুরী, এম আলী হাসান, শহীদুল ইসলাম খোকনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে প্রধান অতিথি বক্তব্যে বলেন, বিগত স্বৈরাচারের ১৫ বছরে সংবাদ মাধ্যম লুটেরা – লুম্পেন- খুনী ও স্বৈরচারের দোসরদের হাতে অবরুদ্ধ ছিল মুক্ত-বুদ্ধি ও চিন্তার বিকাশ বাধাগ্রস্ত ছিলো। নীতি জ্ঞান শূন্য একশ্রেণীর সম্পাদক – সাংবাদিক ক্ষমতার উচ্ছিষ্ট ভোগ করার কুৎসিত প্রতিযোগিতায় লিপ্ত হয়ে শত শত কোটি টাকা,প্লট,ফ্ল্যাট, গাড়ি -বাড়ি,বিদেশী দুতাবাসে চাকুরী নেয়া সহ সুবিধা ভোগ করেছে, স্বৈরাচারী সরকারের বন্দনা গেয়ে চলেছিল। অথচ সৎ, নির্ভীক ন্যায়পরায়ণ সাংবাদিকরা বছরের পর বছর কষ্টের জীবন কাটিয়েছেন। বক্তারা বলেন, মূলধারা ও সিনিয়র সাংবাদিক পরিচয়দানকারীরা দীর্ঘদিন হত্যার বিচারের দাবিতে নিরব থাকলেও বৈষম্য বিরোধী সাংবাদিকদের সচেতন সাংবাদিকরা এই বিষয়ে সব সময় সোচ্চার ছিল। অনতিবিলম্বে সাগর -রুনি সহ হত্যাকাণ্ডের শিকার সকল সাংবাদিক হত্যার বিচার ও তাঁদের পরিবারের সদস্যদের সহযোগিতা ও পূণর্বাসনের ব্যবস্থা করতে হবে। এতে আরো উপস্থিত ছিলেন, সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন, দৈনিক গণকণ্ঠের ব্যুরো প্রধান আবু হেনা খোকন, পিআইবি ৭১’র প্রকাশক ও সম্পাদক বিল্লাল হোসেন,সাইফুর রহমান সাইফুল, সাংবাদিক শাহিন আহমেদ, শাহরিয়ার সুমন ,মোহাম্মদ আবুল কাশেম, শাহরিয়ার রিপন,আমান উল্লাহ আমান, ফরহাদ ভূঁইয়া, জহিরুল ইসলাম বাবলু,গিয়াস উদ্দিন টিটু ,আরাফাত চৌধুরী, মোহাম্মদ রফিক ফরাজি, হেলাল উদ্দিন, ইফতেখার হোসেন শামীম,আজম খান, সাইফুল, এম এ নাঈম, মো. আফসার উদ্দিন, মো. আজাদ ও মাই টিভির ক্যামেরাম্যান মামুন প্রমুখ।