পুলিশ সুপার, লালমনিরহাট জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, ডিবি, লালমনিরহাট এর নেতৃত্বে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে লালমনিরহাট জেলার তালুক খুটামারা মৌজাস্থ বিজিবি ক্যান্টিন মোড় সংলগ্ন এলজিডি কার্যালয়ের ০৫ গজ সামনে বটতলা বাজার হতে বিজিবি ক্যান্টিন মোড় গামী পাকা রাস্তার উপর ধৃত আসামী ০১। মোঃ খোকন আলী ওরফে হযরত , সাং-বাশবাড়ী, ০২। শ্রীঃ তাপশ কুমার রায়, সাং-শিবরাম, ঘোংগা গাছ, উভয় ইউপি- গোরল, থানা-কালিগঞ্জ জেলা- লালমনিরহাটদ্বয়কে ০১ (এক) কেজি মাদকদ্রব্য গাজা বহন করার সময় আটক করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
উদ্ধারকারি অফিসার: এসআই /নিজাম উদ দৌলা এবং সঙ্গীয় অফিসার ও ফোর্স।