ড. মুহাম্মদ ইউনূস দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
অধ্যাপক ইউনূস, মির্জা ফখরুল এবং ডা. শফিকুর – ফাইল ছবি
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন আজ শনিবার।
এটি হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফা সংলাপ।
বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন। ছয়টি সংস্কার কমিশন এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।