বাংলা খবর অনলাইন ডেস্ক: কাউকে এক স্থান থেকে ধরে নিয়ে অন্য স্থানে নিয়ে আটকে রাখা হবে না। গুম-খুনে কোনোভাবে জড়াবে না।
র্যাবে আয়না ঘর বলে কিছু নেই। বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডে জড়াবে না র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে র্যাব সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি ভোরের কাগজের কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক যুগান্তরের সিরাজুল ইসলাম ও ক্র্যাব কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সময় এসব কথা বলেন এ কে এম শহিদুর রহমান, মহাপরিচালক (ডিজি) র্যাব।
•