বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সব পদে নন-নার্সিং প্রশাসন ক্যাডারের লোকদের অপসারণ করে সেখানে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের চার ঘণ্টার কর্মবিরতি চলছে।
মঙ্গলবার (৮অক্টোবর) সকাল নয়টায় ওই কর্মবিরতি শুরু হয়, যা শেষ হয় বেলা একটায়। কর্মবিরতি থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স ফারজানা আক্তার বলেন, এক দফা দাবিতে ৯ সেপ্টেম্বর থেকে সারাদেশে এক যোগে কর্মসূচি চলমান আছে। নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল ও অধিদপ্তরে বর্তমানে নন-নার্সিং প্রশাসন ক্যাডারের লোকজন কর্মরত। এসব লোককে অপসারণ করে সেখানে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে তাঁরা চার ঘণ্টার এই কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হলে আরও কর্মসূচি দেওয়া হবে।
তিনি আরও বলেন, নার্সদের কর্মবিরতির ফলে রোগীদের সাময়িক ভোগান্তির জন্য তাঁরা আন্তরিকভাবে দুঃখিত।