সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী ‘জনস্বার্থে’ তাদের চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ে রদবদলের অংশ হিসেবে পুলিশের আরও তিনজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
এই তিনজন হলেন র্যাবের সদ্য সাবেক মহাপরিচালক পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান এবং ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার (সংখ্যাতিরিক্ত অতিরিক্ত আইজি পদে পদোন্নতি পাওয়া) ড. খ. মহিদ উদ্দিন।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী ‘জনস্বার্থে’ তাদের চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
এই ধারা বলে চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে সরকার চাইলে কারণ দর্শানো ছাড়াই প্রজাতন্ত্রের কোনো কর্মচারীকে চাকরি থেকে অবসর দিতে পারে। চাকরি হারানো কেউ কোনো আপিলও করতে পারেন না। তবে পেনশনসহ অন্যান্য সুবিধা দেওয়া হয়।
.