কিন্তু দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে সকালের সেশনেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ১৪ ওভারে খেলতেই শেষ পরের ৪ উইকেট। ৪০.১ ওভারে মাত্র ১০৬ রানে অলআউট বাংলাদেশ। এ নিয়ে নিজেদের মাঠে সর্বশেষ ৭ ইনিংসের মধ্যে ষষ্ঠবারের মতো ২০০–এর নিচে গুটিয়ে গেল নাজমুলের দল।
১০৬ রান মিরপুর টেস্টের এক ইনিংসে দ্বিতীয় সর্বনিম্ন। সবচেয়ে কম রানে অলআউট হওয়ার বিব্রতকর রেকর্ডটাও বাংলাদেশের; ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৮৭।
বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ ২৮ রানের জুটিটা আসে নবম উইকেটে, দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাঈম হাসানের সৌজন্যে। ব্যক্তিগত সর্বোচ্চ ৩০ রান আসে ওপেনার মাহমুদুল হাসানের ব্যাট থেকে। কাগিসো রাবাদা, কেশব মহারাজ ও উয়াইন মুল্ডার নিয়েছেন ৩টি করে উইকেট।