রাষ্ট্রপতির বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক
প্রকাশিত:
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদে থাকা-না থাকার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকের পর বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান।
তিনি সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি বিষয়ে আলোচনা হয়েছে। এটা রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত হবে।’