1. my@banglakhobor.online : দৈনিক বাংলা খবর : দৈনিক বাংলা খবর
  2. info@www.banglakhobor.online : বাংলা খবর :
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সোনামসজিদ বিওপির অভিযানে বিপুল পরিমাণ  ভারতীয় রৌপ্য সাদৃশ্য ও সিটি গোল্ডের অলংকারাদি সহ আটক-০১ বাংলাদেশ পুলিশের ডিআইজি; অতিরিক্ত ডিআইজি; পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৬৪ কর্মকর্তার পদায়ন স্কুলে ভর্তির আবেদন শুরু আজ, যেভাবে আবেদন করতে হবে সপ্তম বর্ষে পদার্পণ করল সংবাদ টিভি আরও ১১৮ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল এই সরকার বোধ হয় ১০-২০ বছর ক্ষমতায় থাকতে চায়: মেজর (অব.) হাফিজ রাজধানীতে গণপরিবহনের চলতে হলে যুক্ত হতে হবে নগর পরিবহনের আওতায় ৬১ হাসপাতালে ৮৪ সাংবাদিক নির্যাতিত উত্তর গুজরা নববারদী কৈলাস ধাম জয় বাবা লোকনাথ কৃপা সংঘের উদ্যোগে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব গাজীপুরে ২ ঘণ্টা পর ফের রাস্তা অবরোধ শ্রমিকদের

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৪ (বাংলা খবর) : এবছর সরকারি খরচে কেউ হজে যাবে না। কেবল হজ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা যাবেন। কিন্তু অন্য কাউকে সরকারি খরচে হজে পাঠানো হচ্ছে না।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, হজের ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। হজের ব্যয় যতটা সম্ভব কমানো হবে। তিনি বলেন, হজ প্যাকেজ এই মাসের শেষের দিকে ঘোষণা করা হবে। সেখানে আপনারা দেখতে পাবেন ব্যয় কতা কমানো হলো।

রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রপতি কী বলেছেন এর প্রেক্ষিতে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠেছে এবং এ লক্ষ্য আন্দোলন হচ্ছে। আবার একটি রাজনৈতিকদল রাষ্টপ্রতির পদত্যাগের কারণে সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হতে পারে এমন কথা বলছে। আবার তাদের নেতাদের মধ্যে এ বিষয়ে মত-ভিন্নতা রয়েছে। এসব বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষযে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হচ্ছে। আশা করি রাজনৈতিকদলের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে আমরা মতৈক্যে পেীঁছাতে পারব।

উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে দাবি উঠেছে এবং দাবিটা ক্রমান্বয়ে জোরালো হচ্ছে। এটি গণদাবিতে রূপ নিচ্ছে বলে বিবেচিত হচ্ছে। তাই রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান স্পষ্ট করার প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত