গত ২৩/১০/২০২৪ ইং তারিখ বুধবার দুপুর ১২টায় বিশ লক্ষ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী আনিসুল, সাইদুল, তাহেরের নেতৃত্বে অজ্ঞাত আরও ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল ঢাকার ২৪-২৫, দিলকুশা বাণিজ্যিক এলাকার, সাধারণ বিমা সদনের (৫ম তলায়) স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস টিভি বাংলা অফিসে হামলা চালিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে হকিস্টিক, লোহার রড, লাঠি ইত্যাদি দিয়ে গুরুতরভাবে যখম করে।
সরজমিনে গিয়ে জানা যায় এস টিভি বাংলা’র চেয়ারম্যান সাইফুল কবির নিজ অফিসে কাজ করার সময় হঠাৎ সন্ত্রাসীদের হামলার শিকার হন। সন্ত্রাসীরা অফিসে প্রবেশ করেই আজে-বাজে গালি-গালাজ, অফিসের স্টাফদের মারধর শুরু করে এ সময এস টিভি বাংলার চেয়ারম্যান সাইফুল কবির কি হয়েছে জানতে চায় তখন আনিসুল, সাইদুল ও তাহের বলে অফিস এখনই ছেড়ে দিতে হবে, কারণ জানতে চাইলে সন্ত্রাসীরা বলেন যে, আপনার এই অফিস আমাদের নিজেদের প্রয়োজন আমারা আমাদের ক্লাব বানাব তাই এই অফিস ছেড়ে দিতে হবে। এছাড়াও ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে।
এ সময় এস টিভি বাংলার চেয়ারম্যান সাইফুল কবির বলেন আমি অফিস ছাড়বো না। আমি কোন চাঁদার টাকা দিতে পারবো না। এ কথা বলার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা সাইফুল কবিরকে হকিস্টিক, লোহার রড, লাঠি ইত্যাদি দিয়ে পিটাতে থাকে এবং এক পর্যায়ে মারতে মারতে অফিস থেকে বাহির করেন।
সন্ত্রাসীদের গুরুতর আঘাতের এক পর্যায়ে সাইফুল কবির জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন সন্ত্রাসীরা মনে করে সাইফুল কবির মারা গেছেন। এই ভেবে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়।
পরে আশেপাশের লোকজনসহ অফিস কর্মীরা তাকে মুগদা মেডিক্যাল হাসপাতালে ভর্তী করেন।
এখন তার অবস্থা আশস্কাজনক।বিস্তারিত আসছে…
•