বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে চিকদাইর ইউনিয়ন যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর রবিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল। যুবদল নেতা সাইদুর রহমান সাদ্দামের পরিচালনায় উপস্থিত ছিলেন যুবদল নেতা মাসুদ রানা, আবুল কালাম, মোহাম্মদ মুহরম, মোহাম্মদ মিন্টু, আইয়ুব আলী, মোহাম্মদ আসাদ, মোহাম্মদ কালু, মোহাম্মদ আয়মান, মোহাম্মদ তৌহিদ, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ মিজান, মোহাম্মদ দিদার, নুর ইসলাম, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ মুহসম, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ রাজিব, মোহাম্মদ কাউসার, মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ নাজমুল, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ আলমগীর সহ ইউনিয়ন যুবদলের অন্যন্যা নেতৃবৃন্দ। এর আগে সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়।