বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ১নং হলদিয়া ইউনিয়ন যুবদলের আয়োজে বর্ণাঢ্য র্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর রবিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা সাবের সুলতান কাজল। হলদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ আলমগীর ও যুগ্ম আহবায়ক গাজী মোহাম্মদ রুবেলের পরিচালনায় উপস্থিত যুবদল নেতা আজিজ উদ্দিন মানিক, মোহাম্মদ মহিউদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফারুক, যুবদল নেতা মোহাম্মদ লোকমান, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ বাছা, মোহাম্মদ এমরান, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ মনজু, মোহাম্মদ শফি, ছাত্রনেতা ইলিয়াস সহ অনেকে। এর আগে সকালে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। র্যালী ও দোয়া মাহফিলে সার্বিক সহযোগিতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলেহ উদ্দিন, সদস্য মহিউদ্দিন জীবন, উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম জিকু।