চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ০১ নং ওয়ার্ডে সেলিমাবাদে নির্মাণাধীন পার্কের সামনে বাশির শেখ নামে এক ব্যাক্তির চায়ের দোকানের চালাসহ একটি দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
ছোট জমিনে গিয়ে জানা যায় দোকান মালিক মোঃ বাশির শেখ পৌরসভার ১ নং ওয়ার্ডের জাতীয় যুব দলের সাধারণ সম্পাদক, তিনি বলেন জমি সংক্রান্ত বিরোধ থাকায় কিছুদিন পূর্বে তাদের সাথে সংঘর্ষ হয়, এতে দুই পক্ষের অন্তত ২৭ জন আহত হয় এবং বাড়িঘরে হামলা চালিয়ে বাড়ি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে তারা, এবিষয়ে সেলিম,মনিরুল,কনক,গনিক,মিজানুর,কামাল,নবাব,রুমন,মামুন সহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা করা হলে জেল থাকা অবস্থায় তারা পরিবার ও আত্মীয় স্বজনের মাধ্যমে জেল থেকে বেরিয়ে মারধর, কাঁটা এবং কিছু রাখবেনা বলে হুমকি প্রদান করতেন।
তাদের কয়েকজন কয়েকদিন আগে জামিনে বের হয়ে আসে, আগামীকাল মুনিরুল,মামুন ও তার ছেলে এবং সেলিম এর ভাগ্নে জামিনে বের হয়ে আসে এবং সেই শত্রুতার জেরে তারা দোকান পুড়িয়ে দিয়েছেন এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, বাশির শেখ অত্যন্ত ভালো মানুষ, মানুষের সাথে সর্বদাই ভালো ব্যবহার করেন, কিছুদিন আগে তাদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ হয় এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়, তারা ছাড়া তাঁর কোন শত্রু নাই, তারা ছাড়া কেউ কোন ক্ষতি করবে না বাশিরের, গতকাল তারা জামিনে বের হয়েই রাত প্রায় ১:৩০ ঘটিকায় দোকানে আগুন দিয়েছে, ওরা সব সময় হুমকি দিত।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কিবরিয়া জানান, দোকান পুড়িয়ে দেওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি।
.