1. my@banglakhobor.online : দৈনিক বাংলা খবর : দৈনিক বাংলা খবর
  2. info@www.banglakhobor.online : বাংলা খবর :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
এক সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ওরা আমাকে বিবস্ত্র করে অত্যাচার করেছে, আমার শরীরের দাগ শুকায়নি- নির্যাতিত সাংবাদিক সালাম আক্তার রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে: নাহিদ ইসলাম সিরিয়ায় দুই দিনে ৪৮০ দফা হামলা ইসরাইলের জাতিসংঘের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান ঢাকার ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে কাজ করবে নয়াদিল্লি : প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব চলতি মাসে সংস্কার, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ঘোষণার ইঙ্গিত প্রধান উপদেষ্টার শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সম্প্রতি বদলে যাচ্ছে নোটের ডিজাইন আয়ান শর্মার বিরুদ্ধে আবারও মামলা

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ২ যুবককে কুপিয়ে জখম ॥ থানায় অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ২ যুবককে কুপিয়ে জখম ॥ থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মুরাদ হোসেন (২৭) ও মাছুম (২৮) দুই জনকে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। গত ৩ নভেম্বর রবিবার উপজেলার কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ড বিরাবো এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবরে রূপগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আহত মুরাদ হোসেনের বাবা বাদী হয়ে একই এলাকার হাবিবুর (৩০), মোঃ নাবিবুর (৩২), রাসেল মিয়া (৩১), আজিজুল (৩২), নাজমুল (৩২), আল-আমিন (৩৫), আবুল হোসেন (৫০), এনামুল (২৮), আজিজুল (৩৫) নামীয় ও অজ্ঞাত আরো ৮/১০ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেনের ছেলে মুরাদ হোসেন ও তার ভাতিজা মোঃ মাছুম মিয়া একই সঙ্গে বিরাবো এলাকার র‌্যাংকস কোম্পানির ব্লক ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করলে পূর্ব শত্রুতার জেরে বিরাবো এলাকার মৃত শাহাজাদা ওরফে শাহার ছেলে হাবিবুর ও নাবিবুর এর নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে ১৮/২০ সদস্যের একদল সন্ত্রাসী হাতে দা, চাকু, ছুরি, ছেন, লোহার রড, স্টীলের এস এস পাইপ, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা এলোপাথারীভাবে পিটিয়ে ও কুপিয়ে তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে এবং মুরাদ হোসেনের প্যান্টের পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা, এক ভরি দুই আনা স্বর্ণের চেইন ও মাছুম এর প্যান্টের পকেটের থাকা ৩০ হাজার টাকা লুটে নেয়। পরে তাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা তাদেরকে প্রাণ নাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মুরাদ হোসেন ও মাছুমকে গুরুতর জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত