রাউজানের অন্যতম স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন রাউজান ব্লাড ডোনার্সের ৯ম বর্ষে পদার্পণ ৮ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২রা নভেম্বর শনিবার সন্ধ্যায় জলিলনগরস্থ আপনবাড়ি রেস্তোরাঁর হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ এ আর রাশেদ উদ্দিন। সংগঠনের সিনিয়র কার্যকরি সদস্য মোহাম্মদ রবিউল হোসেন রবির পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক সৌরাভুল ইসলাম নিজাম। বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠা কালিন সদস্য মোহাম্মদ ইব্রাহিম, কার্যকরি সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মোহাম্মদ এহসান কাদের, মোহাম্মদ সাগর, মোহাম্মদ সায়মন, মোহাম্মদ তারেক উদ্দিন, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ আবুল হোসেন, হোসাইন মোহাম্মদ চিশতি, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ মুন্না প্রমুখ। সভায় ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে আগামী ডিসেম্বর মাসে বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে সংগঠনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে বর্ষপূর্তি উৎসব উদযাপন করা হয়।