1. my@banglakhobor.online : দৈনিক বাংলা খবর : দৈনিক বাংলা খবর
  2. info@www.banglakhobor.online : বাংলা খবর :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে: নাহিদ ইসলাম সিরিয়ায় দুই দিনে ৪৮০ দফা হামলা ইসরাইলের জাতিসংঘের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান ঢাকার ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে কাজ করবে নয়াদিল্লি : প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব চলতি মাসে সংস্কার, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ঘোষণার ইঙ্গিত প্রধান উপদেষ্টার শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সম্প্রতি বদলে যাচ্ছে নোটের ডিজাইন আয়ান শর্মার বিরুদ্ধে আবারও মামলা ধর্মদ্রোহী ও আন্তর্জাতিক অপরাধে অপরাধী কেন হবেন না ভারতীয় মিডিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার কুখ্যাত ডাকাত গ্রেফতার

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২২ বছর পর পাকিস্তানের সিরিজ জয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

সাদা বলে পাকিস্তানের দায়িত্ব নিয়েই বাজিমাত করেছেন মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ায় তার নেতৃত্বে পাকিস্তান ওয়ানডে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। শেষ দুই ম্যাচে রিতীমতো অজিদের ধসিয়ে দিয়ে ম্যাচে জয় তুলেছে পাকিস্তান।

অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের এই ওয়ানডে সিরিজ জয়টা এসেছে ২২ বছর পর। সবশেষ ২০০২ সালের জুনে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। আর এবার রিজওয়ান নেতৃত্বে এসেই জেতালেন পাকিস্তানকে।

প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। এরপর তৃতীয় ম্যাচে এসে আরও শক্তি দেখায় পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহদের বোলিং তোপে মাত্র ৩১.৫ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

যার জবাব দিতে নেমে মাত্র ২ উইকেট খরচায় ২৬.৫ ওভারে লক্ষ্যে পৌঁছায় মোহাম্মদ রিজওয়ানের দল। পাকিস্তানের হয়ে ওপেনার সাইম আইয়ুব করেন ৪২ রান। আব্দুল্লাহ শফিকের ব্যাট থেকে আসে ৩৭ রান। অন্যদিকে বাবর আজম অপরাজিত থাকেন ২৮ রানে। আর অধিনায়ক রিজওয়ানের ব্যাট থেকে আসে ৩০ রান।

এর আগে, দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। যার ফলে শেষ ম্যাচটি পরিণত হয় সিরিজ নির্ধারণী ম্যাচে। অবশ্য এমন ম্যাচেও নিজেদের সেরা একাদশ খেলায়নি অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফি সামনে রেখে একাদশে এ ম্যাচে পাঁচটি বদল আনে অজিরা। বিশ্রাম দেওয়া হয় সিনিয়র ক্রিকেটারদের।

এমন ম্যাচেও অবশ্য শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। দলীয় ২০ রানে প্রথম উইকেট হারানোর পর দলীয় শত রানের আগে দলটি হারিয়ে বসে ৬ উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। ৩১.৫ ওভারে অলআউট হয় মাত্র ১৪০ রানে। যেখানে দলীয় সর্বোচ্চ ৩০ রান আসে শন অ্যাবটের ব্যাট থেকে।

বল হাতে শাহিন আফ্রিদি ও নাসিমের শিকার ৩টি করে উইকেট। দুই উইকেট নিয়েছেন হারিস রউফ। বাকি এক উইকেট পেয়েছেন মোহাম্মদ হাসনাইন।

.

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত