দক্ষিণ রাউজান উত্তর গুজরা নববারদী কৈলাস ধাম জয় বাবা লোকনাথ কৃপা সংঘের উদ্যোগে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসবনববারদী কৈলাস ধাম জয় বাবা লোকনাথ কৃপা সংঘের উদ্যোগে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব ৯ ই নভেম্বর ২০২৪ ইংরেজি রোজ শনিবার অনুষ্ঠিত হয়। ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন বাংলাদেশে বাবা লোকনাথ বারদীর আশ্রমে প্রথম তাঁর ভক্তদের কার্তিক মাসে এই ‘রাখের উপবাস’ পালন করতে আদেশ দেন। এই অনুষ্ঠানকে কেউ কেউ তাই ‘কার্তিক ব্রত’ও বলে থাকে, ১৫ থেকে ৩০ কার্তিক এই ১৫ দিনের প্রতিটি শনি ও মঙ্গলবার সারা দিন উপবাস রেখে সন্ধ্যায় এই ব্রত পালন করেন ব্রতীরা। কার্তিক ব্রত উপবাসে প্রায় সহস্রাধিক ভক্ত সমাগম ঘটে। উক্ত অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন অধ্যক্ষ যোগাচার্য্য শ্রীমৎ ওঁকারনাথ ব্রহ্মচারী,উপাাধ্যক্ষ শ্রীমৎ দয়ানাথ ব্রহ্মচারী,প্রধান শিক্ষক কাঞ্চন কুমার বিশ্বাস, রাজু শীল,সমর কান্তি দে, বিজয় বিশ্বাস, বিষু বিশ্বাস, লিটন কর,নিউটন দত,রাখেশ সরকার,সুভাষ আচার্য্য,রবীন্দ্র লাল সরকার সহ আরো অনেক শত শত ভক্ত বৃন্দ মন্ডলী।