আইপি সম্প্রচারের দীর্ঘ ছয় বছর পূর্তি ও সপ্তম বর্ষে পদার্পণ বার্ষিকীর আনুষ্ঠানিকতার আয়োজন করেছে দেশের জনপ্রিয় আইপি টেলিভিশন চ্যানেল সংবাদ টিভি।
সংবাদ টিভি’র চেয়ারম্যান জুয়েল খন্দকার কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন। গতকাল সোমবার রাত ৯টায় মতিঝিলের সংবাদ টিভি’র প্রধান কার্যালয়ে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে জুয়েল খন্দকার বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছর জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। আশা করছি, ভবিষ্যতে মহা উৎসবের মধ্য দিয়ে অষ্টম বর্ষ পদার্পণের অনুষ্ঠান আয়োজন করতে পারব।’
গণমাধ্যমের সব সহকর্মীর প্রতি শুভেচ্ছা জানিয়ে সংবাদ টিভি’র চেয়ারম্যান বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে আইপি সংবাদমাধ্যম হিসেবে ৭ম বর্ষে পদার্পণ করেছে সংবাদ টিভি।
অনুষ্ঠানে দৈনিক দেশবাংলা’র সম্পাদক সাঈদুর রহমান রিমন বলেন, সর্বদাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে ও দেশ সংস্কারে সর্বদাই ভূমিকা রাখে সংবাদ টিভি। কোন প্রকার বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করে না সংবাদ টিভি। হাটি হাটি পা পা করে ৭ম বর্ষে পদার্পণ করলো সংবাদ টিভি, শুভ কামনা রইলো সংশ্লিষ্ট কলাকৌশলীদের প্রতি।
সংবাদ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আজিজুল ইসলাম যুবরাজ বলেন, সংবাদ টিভি জন্মলগ্ন থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অনড়। দেশ ও জাতির স্বার্থে সর্বদাই কাজ করে যাচ্ছে সংবাদ টিভি। আজ ৬ষ্ঠ বর্ষপূর্তি হলো এবং ৭ম বর্ষে পদার্পণ করলো, ইনশাআল্লাহ ৮ম বর্ষ পদার্পণ আরো জাকজমকপূর্ণ করে করবো আমরা।
দৈনিক রূপালীদেশ’র বার্তা সম্পাদক এস এম রাশেদ হাসান বলেন, সংবাদ টিভি’র সকল সংবাদ কেবলমাত্র দেশ ও জাতির কল্যাণেই প্রকাশিত হয়। আজ সংবাদ টিভি’র ৭ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে সকলের প্রতি জানাই শুভ কামনা ও অভিনন্দন।
আরো উপস্থিত ছিলেন, দি টাইমস অব ঢাকা’র সম্পাদক মুস্তাকিম নিবিড়, দৈনিক প্রলয়’র যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, দৈনিক দিনকাল’র সোহেল সামি ও ডিজিটাল ইনচার্জ মেহেদী হাসান রিয়াদ, দৈনিক রূপালীদেশ’র বিশেষ প্রতিনিধি আরব আলী বিশ্বাস, বিডিসি ক্রাইম বার্তা’র সম্পাদক ফয়সাল হোসেন, মো. জাকির হোসেন সম্পাদক ও প্রকাশক
বাংলা খবর, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ফোরাম (বিসিআরএফ)। নিউজ ব্যুরো অব বাংলাদেশ (এনবিবি)’র সম্পাদক নিয়ামুল হাসান নিয়াজ ও প্রতিনিধি জিয়াউল হক তুহিন প্রমূখ।
.