রাক্ষুসে সাংবাদিকদের অধিক্যতায় নওগাঁ প্রকৃত সাংবাদিকদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সেখানে সাংবাদিক নির্যাতন নিপীড়নের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে নব্য বিএনপি। আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ থেকে দলে দলে বিএনপি ব্যানারে আশ্রয় জুটিয়েই তারা সাংবাদিকদের উপর হামলে পড়ছে, আক্রোশ মেটাচ্ছে। তাদের নেপথ্যে যোগান দিচ্ছেন সাবেক সরকারের দলবাজ দালাল সাংবাদিক খ্যাত কয়েকজন।
জেলা সদরে দালাল ক্লাবের আখড়ায় বসে তারা উপজেলা পর্যায়ের সাংবাদিকদের তালিকা বানিয়ে হামলা চালানোর উস্কানি দেন। গোটা জেলা জুড়ে একচ্ছত্র চাঁদাবাজি বহাল রাখতেই তারা প্রতিবাদী সাংবাদিকদের শায়েস্তা করার অপকৌশলে মেতে উঠেছে বলে জানা গেছে।