1. my@banglakhobor.online : দৈনিক বাংলা খবর : দৈনিক বাংলা খবর
  2. info@www.banglakhobor.online : বাংলা খবর :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
এক সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ওরা আমাকে বিবস্ত্র করে অত্যাচার করেছে, আমার শরীরের দাগ শুকায়নি- নির্যাতিত সাংবাদিক সালাম আক্তার রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে: নাহিদ ইসলাম সিরিয়ায় দুই দিনে ৪৮০ দফা হামলা ইসরাইলের জাতিসংঘের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান ঢাকার ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে কাজ করবে নয়াদিল্লি : প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব চলতি মাসে সংস্কার, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ঘোষণার ইঙ্গিত প্রধান উপদেষ্টার শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সম্প্রতি বদলে যাচ্ছে নোটের ডিজাইন আয়ান শর্মার বিরুদ্ধে আবারও মামলা

১৭ বছর বাড়িতে ঘুমাতে পারিনি, আমির খসরু

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

১৭ বছর বাড়িতে ঘুমাতে পারিনি: আমীর খসরু আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র তুলে ধরতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার শহীদ মিনার বিজয় মঞ্চে গত বুধবার বেলা ১১টার মধ্যে প্রথম অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক বানিজ্য মন্ত্রী, সফল খোলা মেলা মনের মানুষ আমীর খসরু মাহমুদ চৌধুরী এ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যের পুর্বে কুড়িগ্রাম জেলার ও উলিপুরের বিভিন্ন স্তরের বিএনপির। ভিন্ন ভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জোরালো ও ঝাঁঝালো বক্তব্য রাখেন।
উত্তরাঞ্চলের ১৬টি জেলার মাটি ও মানুষের খাঁটি হ্যভীওয়েট নেতা  বিএনপির উত্তরবঙ্গের ত্রাতা মোঃ আহসান হাবীব দুলু বলেন সংস্কার হবে বাংলার ফিল্ড ঝিকঝাক হবে তার পর ভোটে। আমাদের নেত্রী হাসিনার মতো পালয় না। দেশে থেকে আন্দোলনের মাধ্যমে ২৪ শের আমজনতার মাধ্যমে আন্দোলন করে প্রায় ২ শ থেকে আড়াই শত বিএনপির নেতা কর্মীর আত্মাহুতির মাধ্যমে  এবারের আন্দোলনের ফসল আমরা পেয়েছি । আমাদের এ অর্জন ধরে রেখে আমাদেরকে টিকে থাকতে হবে এবং ভবিষ্যত পরিকল্পনার মাধ্যমে সঠিক নির্দেশনা চালিয়ে যেতে হবে।

আমির খসরু বলেন, গত ১৭ বছর আমরা বাড়িতে ঘুমাতে পারিনি। আমাদের নেতাকর্মীরা প্রতিনিয়ত গুম ও খুনের শিকার হয়েছেন। ৬০ লাখেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। জীবনের বেশিরভাগ সময় কেটেছে কোর্টের বারান্দায় বারান্দায়।

কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত জনসভায় উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, জেলা যুবদলের সভাপতি রায়হানুল কবিব, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, জেলা মহিলা দলের সভাপতি রেশমা প্রমুখ।
জনসভায় জেলা ও উপজেলার অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত