ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪ (বাংলা খবর) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের পর বলেছেন, আরো অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের পরীক্ষা চালানো হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমাদের কাছে নতুন ধরনের হুমকি মোকাবেলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আবেদন করার প্রেক্ষাপটে পুতিন একথা বলেন।
ক্ষেপণাস্ত্র হামলা আশঙ্কায় ইউক্রেনের পার্লামেন্ট অধিবেশন হয়ে যাওয়ার মাত্র কয়েক ঘণ্টার পর উভয় দেশের নেতাদের পক্ষ থেকে পাল্টা-পাল্টি বিবৃতি আসছে।
কিয়েভ থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।
ইউক্রেনের দিনিপ্রো শহরে রাশিয়ার নতুন ধরনের ক্ষেপণাস্ত্র হামলার মাত্র একদিন পর পুতিন বলেছেন, নতুন করে ওরেশনিক ক্ষেপণাস্ত্রের আরো পরীক্ষা চালানো হবে।
পুতিন টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে সামরিক প্রধানদের জানিয়েছেন, ‘আমরা রাশিয়ার ওপর নিরাপত্তা হুমকির পরিস্থিতির ধরন দেখে যুদ্ধের পরিস্থিতি বুঝে এসব পরীক্ষা চালিয়ে যাবো।’
তিনি আরো বলেছেন, রাশিয়া পরীক্ষামূলক অস্ত্রের ধারাবাহিক উৎপাদন শুরু করবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শুক্রবার বলেছেন, নতুন হুমকি মোকাবিলায় তিনি ইতোমধ্যে তার মিত্রদের কাছে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সাহায্য চেয়েছেন।
এর আগে গতকাল শুক্রবার রাশিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে নিশ্চিত হওয়ার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বার বার যুদ্ধে ‘শান্ত’ থাকার এবং ‘সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে।