ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হাসান সোহেল।
শনিবার দিনভর ভোট গ্রহণের পর প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে ৮০১ ভোট পেয়েছেন আবু সালেহ আকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানী পেয়েছেন ৪৯৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল ৫৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনাজ শারমিন পেয়েছেন ৩৬৪ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হাই তুহিন ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এম জসিম পেয়েছেন ৪২৬ ভোট।
এ ছাড়া ৬৯৮ ভোট পেয়ে সহসভাপতি পদে গাযী আনোয়ার নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে নাদিয়া শারমিন ৭২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অর্থ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দপ্তর সম্পাদক রফিক রাফি ভোট ৬৮৩ পেয়ে নির্বাচিত হয়েছেন। নারী বিষয়ক সম্পাদক পদে রোজিনা রোজী ৯০৭ ভোট, প্রচার সম্পাদক পদে মিজান চৌধুরী ৭৮২ ভোট, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে শরিফুল ইসলাম ৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সদস্য পদে জোনায়েদ হোসেন শিশির, আকতারুজ্জামান, বোরহান উদ্দিন, আমিনুল হক ভূইয়া, ফারুক আলম, সুমন চৌধুরী, মোহাম্মদ সলিমউল্লাহ নির্বাচিত হয়েছেন।
২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে ২১ পদের বিপরীতে চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন।
.