চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক বিএসসি’র প্রতিষ্ঠাতা সদস্য আয়ান শর্মার বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে। গতকাল চট্টগ্রামের আদালতে জনৈক এনামুল হক চৌধুরী বাদী হয়ে এ মামলাটি রুজু করেছেন। বিগত ২৬ নভেম্বরের ঘটনায় ১৬৪ জনের নাম উল্লেখ করে ৪০০/৫০০ জনকে আসামি করা হয়েছে এবং এতে ১২০ নম্বরে দেওয়া হয়েছে আয়ান শর্মার নাম।
একই ঘটনার বর্ণনা উল্লেখ করে গত সপ্তাহেও আয়ান শর্মার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। অথচ দৈনিক চট্টগ্রাম প্রতিদিন উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা ২৩ নভেম্বর থেকে ২৬ নভেম্বর ১২ টা পর্যন্ত ছিলেন ঢাকায়। আওয়ামী লীগ সরকারের আমলে পিএইচপি গ্রুপের দায়ের করা মামলা মোকাবেলায় উচ্চ আদালতে প্রতিকার চাইতে যান তিনি। আয়ান শর্মা ২৬ নভেম্বর দুপুর পর্যন্ত ঢাকার একটি তারকামানের হোটেলে অবস্থান শেষে বেলা ১টায় ঢাকা ছাড়েন। মেঘনা সেতু পার হওয়ার তথ্য উপাত্ত ও সেতুর টোলবক্সের সিসি ক্যামেরায়ও ওই স্থান অতিক্রম করার ভিডিওচিত্র উঠে এসেছে। বিকেল তিনটায় চট্টগ্রাম আদালত এলাকায় ঘটনার সময় আয়ান শর্মা ফেনী অতিক্রম করছিলেন, অথচ মামলার বিবরণ অনুসারে তাকে চট্টগ্রাম আদালত এলাকায় স্বশরীরে উপস্থিত থাকার কথা উল্লেখ করা হয়।
একের পর এক মামলা হয়রানির ন্যাক্কারজনক ঘটনায় আমরা আর নিন্দা প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, আইন মন্ত্রনালয় বিষয়ক সম্মানিত উপদেষ্টা ও তথ্য উপদেষ্টার কাছে সুনির্দ্দিষ্ট তথ্যাদি উল্লেখ করে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিতে চাই। উপদেষ্টাদের কাছ থেকেও পেতে চাই অঙ্গিকার।
লেখক, সিনিয়র সাংবাদিক।