1. my@banglakhobor.online : দৈনিক বাংলা খবর : দৈনিক বাংলা খবর
  2. info@www.banglakhobor.online : বাংলা খবর :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ :
আবদুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদও ক্রোকের নির্দেশ পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি মানবপাচারে জড়িত ছিলেন সাবেক মন্ত্রী, এমপি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংক জালিয়াতির টাকা টিউলিপের পকেটে ব্রিটেনের পাশাপাশি বাংলাদেশেও চলছে তদন্ত হাজারীবাগে ট্যানারি গুদামের আগুন নিয়ন্ত্রণে ১২ ইউনিট, বিজিবি মোতায়েন সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)’র ১১৯তম ওরশ উপলক্ষে রাউজানে হক কমিটির বিশাল মোটর র‌্যালী লালমনিরহাটে আজহারীর মাহফিলে চুরির অভিযোগে ২২ নারীসহ আটক ২৩, আটটি জিডি মার্চের মধ্যে ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ কার্যকর হবে: লুৎফে সিদ্দিকী

গাজীপুরে মোবাইলের সূত্র ধরে শিক্ষার্থী শিহান হত্যায় জড়িত ৬ জন গ্রেপ্তার

আরিফা হক, গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

মোবাইল ফোনের সূত্র ধরে গাজীপুরের কালিয়াকৈরে তাজবির হোসেন শিহান (২৬) নামের শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার ভোর ৫টার দিকে অফিসে যাওয়ার পথে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে। পরে এঘটনায় নিহতের পিতা বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।

নিহত তাজবির হোসেন শিহান উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন তিনি।

গ্রেপ্তারকৃতরা হলেন, তাকওয়া পরিবহনের চালক ময়মনসিংহ ধোবাউরা উপজেলার আমগাছীহান্দা গ্রামের হালিমউদ্দিন সরওয়ার হোসেন (২৮), সিএনজি চালক কুড়িগ্রাম রৌমারি উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আলী আজগরের ছেলে নাজিম উদ্দিন (৩৫), সিএনজি চালক কুড়িগ্রাম ওলিপুর থানার মধুপুর গ্রামের আজগর আলীর ছেলে ফুল ইসলাম (৪২), আজমেরি বাসের হেলপার লক্ষ্মীপুর সদরের জামেরতলী গ্রামের মালেকের ছেলে জুয়েল (২৪), তাকওয়া বাসের স্টাফ জয়পুরহাটের মোহনপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ মিলন (২৭) ও চায়ের দোকানদার ভোলার চরফ্যাশনের সুলতান বয়াতির ছেলে আনোয়ার হোসেন (৩৫)।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থী তাজবীর হোসেন শিহান মৌচাক হানিফ স্পিনিং মিলের সামনে গত বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারীদের কবলেনপরেন। তারা নিহতের হাটুতে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন, স্টুডেন্ট কার্ড, ভিসা কার্ডসহ মানিব্যাগ ও হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় একটি মামলা হলে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে নামে পুলিশ। প্রথমে একটি চোরাই মোবাইলে কারবারি আনোয়ার হোসেনের থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের সনাক্ত করা হয়। এরপর সোমবার রাতে সালনা, কোনাবাড়ি, বাসন ও টঙ্গীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রবিউল ইসলাম,
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) আমিনুল ইসলাম, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ, মৌচাক পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মহিদুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত