1. my@banglakhobor.online : দৈনিক বাংলা খবর : দৈনিক বাংলা খবর
  2. info@www.banglakhobor.online : বাংলা খবর :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
প্রেস রিলিজ আয়না ঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্ট আবদুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদও ক্রোকের নির্দেশ পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি মানবপাচারে জড়িত ছিলেন সাবেক মন্ত্রী, এমপি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংক জালিয়াতির টাকা টিউলিপের পকেটে ব্রিটেনের পাশাপাশি বাংলাদেশেও চলছে তদন্ত হাজারীবাগে ট্যানারি গুদামের আগুন নিয়ন্ত্রণে ১২ ইউনিট, বিজিবি মোতায়েন সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)’র ১১৯তম ওরশ উপলক্ষে রাউজানে হক কমিটির বিশাল মোটর র‌্যালী লালমনিরহাটে আজহারীর মাহফিলে চুরির অভিযোগে ২২ নারীসহ আটক ২৩, আটটি জিডি

নারায়ণগঞ্জ জেলা আইন ছাত্র ফোরামের কমিটি গঠন

ফাতেমা আক্তার মাহমুদা ইভা, স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

ঢাকা জাতীয়বাদী আইন ছাত্র ফোরামের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। খন্দকার মো: সাদ্দাম হোসেন কে আহ্বায়ক ও ফজলে রাব্বি মহিউদ্দিনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয় কেন্দ্র। গত ১৮ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এম. আবু ফয়েজ ও সদস্য সচিব বিল্লাহ হোসেন (বিপ্লব) এই কমিটির অনুমোদন দেন। আগামি ৩০ দিনের মধ্যে জেলা কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দিয়েছে কেন্দ্র।

এদিকে নতুন কমিটির আহ্বায়ক সাদ্দাম হোসেন ও সদস্য সচিব ফজলে রাব্বি মহিউদ্দিন সহ কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয় আইন ছাত্র ফোরামের নেতাকর্মীরা। গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে শহরের একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে নব গঠিত নারায়ণগঞ্জ জেলা আইন ছাত্র ফোরামের সভাপতি খন্দকার মো: সাদ্দাম হোসেন বলেন, কেন্দ্রীয় আইন ছাত্র ফোরামের আহ্বায়ক এম. আবু ফয়েজ এবং সদস্য সচিব বিল্লাহ হোসেন (বিপ্লব) ভাই এর প্রতি আমরা কৃতজ্ঞ। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করে দলকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। সত্য ও ন্যায়ের পক্ষে আপনাদের দৃঢ় অবস্থান এবং জাতির সেবায় আপনারা যে ভূমিকা পালন করছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আপনাদের এই নিরলস প্রচেষ্টা আমার জন্য অনুপ্রেরণা এবং পথপ্রদর্শক হিসেবে কাজ করছে। আমি সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে কাজ করে যাবো।
নব গঠিত কমিটির অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুল হক সরকার, যুগ্ম আহ্বায়ক মাহমুদা আক্তার, যুগ্ন আহবায়ক মোঃ তৌসিফ হাসান,
যুগ্ন আহবায়ক শাহিন , সদস্য ফাতেমা আক্তার মাহমুদা ইভা, লুৎফুন নাহার লিজা, কামনুরুন্নাহার স্মৃতি, নুরুন্নাহার তিন্নি, জুলন চক্রবর্তী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত