1. my@banglakhobor.online : দৈনিক বাংলা খবর : দৈনিক বাংলা খবর
  2. info@www.banglakhobor.online : বাংলা খবর :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
প্রেস রিলিজ আয়না ঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্ট আবদুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদও ক্রোকের নির্দেশ পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি মানবপাচারে জড়িত ছিলেন সাবেক মন্ত্রী, এমপি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংক জালিয়াতির টাকা টিউলিপের পকেটে ব্রিটেনের পাশাপাশি বাংলাদেশেও চলছে তদন্ত হাজারীবাগে ট্যানারি গুদামের আগুন নিয়ন্ত্রণে ১২ ইউনিট, বিজিবি মোতায়েন সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)’র ১১৯তম ওরশ উপলক্ষে রাউজানে হক কমিটির বিশাল মোটর র‌্যালী লালমনিরহাটে আজহারীর মাহফিলে চুরির অভিযোগে ২২ নারীসহ আটক ২৩, আটটি জিডি

যুক্তরাষ্ট্রে বর্ষবরণ উৎসবে হামলাকারী জব্বার তাঁর সঙ্গে জড়িত ছিলেন ‘একাধিক ব্যক্তি’

বাংলা খবর ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়েন্স শহরে হামলার ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত ছিলেন বলে ধারণা করছেন তদন্তসংশ্লিষ্টরা। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন লুইজিয়ানার অ্যাটর্নি জেনারেল লিজ মুরিল।

যুক্তরাষ্ট্র সময় গতকাল বুধবার দিবাগত রাত সোয়া তিনটায় নিউ অরলিয়েন্স শহরের বুরবন স্ট্রিটে গাড়ি হামলার এ ঘটনা ঘটে। খ্রিষ্টীয় বর্ষবরণের আনন্দ-উৎসব চলার মধ্যে সেখানে সমবেত মানুষের ওপর একটি পিকআপ ট্রাক তুলে দেন চালক। এরপর লাফ দিয়ে নেমে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে চালক গুলিবর্ষণ শুরু করেন। পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হন। এ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী শামসুদ-দীন জব্বার (৪২) দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা। একসময় তিনি মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন।

অ্যাটর্নি জেনারেল লিজ মুরিল আজ সাংবাদিকদের জানান, শামসুদ-দীন জব্বার একা নন, এই হামলায় আরও একাধিক ব্যক্তি জড়িত ছিলেন। তিনি বলেন, গাড়িটি থেকে যেসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, তা একটি বাসা ভাড়া নিয়ে বানানো হয়েছে। এর সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত ছিলেন। এর আগে বুধবার হামলার তদন্ত কর্মকর্তারা জানিয়েছিলেন, হামলার জন্য হামলাকারী জব্বার একা দায়ী নন।

এফবিআই জানিয়েছে, এটি একটি সন্ত্রাসী হামলা। হামলার পর গাড়ি থেকে বিস্ফোরক দ্রব্যের পাশাপাশি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পতাকা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত করছে তারা।

কে এই শামসুদ-দীন জব্বার

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মানবসম্পদ, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিভাগে কাজ করেছেন শামসুদ-দীন জব্বার। ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১০–এর জানুয়ারি পর্যন্ত তিনি আফগানিস্তানে ছিলেন।

শামসুদ-দীন জব্বার আগেও দুবার গ্রেপ্তার হয়েছিলেন। এর মধ্যে একটি চুরির ঘটনায় ২০০২ সালের নভেম্বরে তাঁকে একবার গ্রেপ্তার করা হয়। দোষী সাব্যস্ত হলে অল্প জরিমানাও করা হয়েছিল তাঁকে।

২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন শামসুদ-দীন জব্বার। সেখান থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেমে স্নাতক করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, শামসুদ-দীন জব্বার দুবার বিয়ে করেছেন। তাঁর প্রথম বিবাহবিচ্ছেদ হয় ২০১২ সালে। ২০১৭ সালে দ্বিতীয় বিয়ে করেন। ২০২২ সালে এই বিয়েও ভেঙে যায়।

.

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত