জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে চলমান শৈত্য প্রবাহে যখন জনজীবন বিপন্ন তখন গরীব দুঃস্থ অসহায়দের কথা চিন্তা করে তার নির্দেশনা অনুযায়ী যাত্রাবাড়ী থানা এলাকার বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের উদ্যোগে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়
দুস্থ-গরীবদের মাঝে শীত বস্ত্র বিতরনের এক মহতী উদ্যোগ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
যাত্রাবাড়ী তথা ঢাকা-৫ আসনের মাটি ও মানুষের নেতা সাবেক ভারপ্রাপ্ত মেয়র জনাব নবিউল্লাহ নবী সহ কেন্দ্রীয় পর্যায়ের অনেক নেতা-কর্মী । উক্ত অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে সার্বিকভাবে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন বিএনপির যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী যুবনেতা জনাব মুশফিকুর রহমান ফাহিম।
এবারের শীতে চলমান শৈত্যপ্রবাহে কনকনে ঠান্ডা হাওয়ায় কাবু হয়ে পড়েছে রাজধানীবাসী। বিশেষ করে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, শ্রমিক, রিকশা-ভ্যান চালকসহ খেটে খাওয়া মানুষ। কনকনে শীতের কারণে ফুটপাতে থাকা মানুষজন আশ্রয় নিয়েছেন বিভিন্ন সরকারি স্থাপনা, উঁচু ভবন ও ফ্লাইওভারের নিচে। মেহনতী দুঃস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অত্র এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ।
.