নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আদালত সূত্র জানায়, এদিন বিকেলে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুরকে গ্রেপ্তার করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব না দেওয়ায় গত বছরের ২৩ ডিসেম্বর এস কে সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং তাদের মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক।