মঙ্গলবার (১৪ জানুয়ারি) গাজীপুর কালীগঞ্জ উপজেলার বিনিরাইলে গ্রামে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। মেলায় মাছের পসরা সাজিয়ে বসেছেন মাছ বিক্রেতারা। রুই, কাতলাসহ বাহারি মাছ সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
স্থানীয় জামাই এবং শ্বশুরদের মধ্যে চলছে বড় মাছ কেনার প্রতিযোগিতা। মেলায় অংশ নিতে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন মাছ বিক্রেতারা। মাছের মেলায় সামুদ্রিক চিতল, বাঘাইড়, বোয়াল, কালবাউশ, পাবদা, গুলশা, গলদা চিংড়ি, বাইম, কাইকলা ও রূপচাঁদা মাছের পাশাপাশি স্থান পায় নানা রকমের সামুদ্রিক ও দেশি মাছ। মাছ কিনে খুশি এলাকার জামাইরা।
ক্রেতারাও আসছেন দূর দূরান্ত থেকে। মেলায় মাছ ছাড়াও আসবাব, তৈজসপত্র, খেলনা ছাড়াও মুখরোচক খাদ্যপণ্যের স্টল সাজিয়ে বসেছে বিক্রেতারা।