আজ ১৬/০১/২০২৫ খ্রিঃ তারিখ রাত ০১:১০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি চৌকস টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদেরে ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ডুলিপাড়া এলাকার বাখরাবাদ-টু-টমছম ব্রীজ গামী রোডের উত্তর পাকা রাস্তার উপর হতে একটি কাভার্ডভ্যান যার রেজিঃ নং (ঢাকা মেট্রো-ন-১২-৮৭৩২ ) তল্লাশি করে ৬০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী ১। কৃষ্ণা সরকার (৩২), পিতা-মৃত কমল সরকার, মাতা-মায়া রানী, গ্রাম-নোয়াদ্দা (সরকার বাড়ী), পোঃ গোলবাহার, থানা-কঁচুয়া, জেলা-চাঁদপুর, ২। মোঃ মামুন মিয়া (২৮), পিতা-মোঃ শফিক মিয়া, মাতা- মায়া বেগম, গ্রাম-অরন্যপুর (নতুন গুচ্ছ বাড়ী), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাদের গ্রেফতার করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে কোতয়ালী মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।