শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ২টা ১৪ মিনিটের দিকে চামড়াজাতীয় পণ্যের ওই গুদামে আগুন লাগে। ৭তলা একটি ভবনের পঞ্চম তলায় গুদামটি অবস্থিত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর আসে বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, “হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। ৭তলা ভবনের ৫ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ভবনের ভেতর কেউ আটকে থাকার তথ্য পাওয়া যায়নি।”