1. my@banglakhobor.online : দৈনিক বাংলা খবর : দৈনিক বাংলা খবর
  2. info@www.banglakhobor.online : বাংলা খবর :
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ছোট সাজ্জাদ পুলিশ কে গুলি করে পালায়, আশঙ্কাজনক-০২, স্ত্রী কে দিয়ে ৩ পুলিশ সহ ৬ জনের বিরুদ্ধে মামলার রহস্য উদ্ঘাটন টাইমের প্রচ্ছদ: মার্কিন প্রেসিডেন্টের ডেস্কের চেয়ারে ট্রাম্পের জায়গায় ইলন মাস্ক দুদকের এক পরিচালক বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের অভিযোগ ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিনের ফোনালাপ ব্রহ্মপুত্রে আবারও ডাকাতি, পুলিশ নির্বিকার আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, একজন গুলিবিদ্ধ কৃষিজমিতে কীটনাশকের ব‍্যবহার নিয়ন্ত্রণে আনতে হবে – মৌলভীবাজারে উপদেষ্টা ফরিদা আখতার গাজীপুরসহ সারাদেশে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’ চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে ভূমিকা পালন করতে হবে – শহিদুজ্জামান কাকন বিএনপি নৈরাজ্যে নয়, উন্নয়নে বিশ্বাসী- কাজী মনিরুজ্জামান

হাসিনা যাবে অন্য কেউ ক্ষমতায় আসবে বলে মানুষ আন্দোলন করেনি: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশের সংবিধান, বিচারব্যবস্থা, পুলিশ প্রশাসনসহ প্রতিটি জায়গায় সংস্কার প্রয়োজন। এই সংস্কারের কথাগুলো বুকে লালন করেই দেশের মানুষ আন্দোলন করেছেন এবং জীবন দিয়েছেন। শুধু হাসিনা যাবে আর অন্য কেউ ক্ষমতায় আসবে এ কারণে ২৪’র আন্দোলনে মানুষ জীবন দেয়নি।

সোমবার আসাদ দিবস উপলক্ষ্যে ‘শহিদ আসাদ থেকে শহিদ আবু সাঈদ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি।

আখতার হোসেন বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের সঙ্গে ’৬৯-এর গণ-অভ্যুত্থানের পার্থক্য আছে। ’৬৯-এর গণ-অভ্যুত্থানে রাজনীতিবিদরা যেভাবে সক্রিয় ছিলেন ’২৪-এর গণ-অভ্যুত্থানে সেভাবে সক্রিয় ছিলেন না। এই অভ্যুত্থানে দেশের মানুষ শুধু ছাত্রদের ডাকে স্বতঃস্ফ‚র্তভাবে রাজপথে নেমেছেন এবং জীবন দিয়েছেন।

তিনি বলেন, আজকে অনেকেই বলে অন্তর্বর্তীকালীন সরকারকে কে ম্যান্ডেট দিয়েছে সংস্কার করার। তারা বলে শুধু নির্বাচিত সরকার সংস্কার করতে পারে। আমরা বলতে চাই, বিগত দিনে আপনারা যখন ক্ষমতায় এসেছিলেন কত শতাংশ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছিলেন? কত মানুষের সমর্থন পেয়েছিলেন? আপনাদের বুঝতে হবে এই সরকার দেশের সর্বস্তরের মানুষের ম্যান্ডেট নিয়ে সরকারের দায়িত্ব নিয়েছে।

 

আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। কিন্তু আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর কোনোভাবে রাজনীতিতে প্রাসঙ্গিক হতে দেব না। এই ফ্যাসিবাদীদের টিকিয়ে রাখতে সব থেকে বেশি ভূমিকা রাখবে ’৭২-এর সংবিধান। বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে ’৭২-এর সংবিধান বাতিল করতে হবে এবং অবশ্যই একটা নতুন সংবিধান তৈরি করতে হবে।

 

তিনি বলেন, আমরা যখন নতুন সংবিধানের কথা বলেছি, তখন অনেকে আমাদের বিরুদ্ধে কথা বলেছেন। অথচ এই তরুণরা নতুন সংবিধান কিভাবে তৈরি হবে তার রোডম্যাপ তৈরি করেছে। দেশের রাজনৈতিক দলগুলো এই রোডম্যাপ হাজির করতে পারেনি।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে আখতার বলেন, শুধু রাজনৈতিক দলগুলো হুমকিতে আপনারা (সরকার) সংস্কারের পরিবেশ তৈরি না করে ক্ষমতা ছাড়বেন না। সংস্কার শুধু কথার মধ্যে নয়, আপনাদেরই বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত