আজ শনিবার দুপুর ১২টার দিকে ভোলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ভোলা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রধান উপদেষ্টা যখন কাজ শুরু করেছেন, তখন থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। ক্ষমতায় বসার পাঁচ মাসে চারটি ক্যুর চেষ্টা হয়েছে। জুডিশিয়াল ক্যু, আনসার–কাণ্ড, সচিবালয়ে আগুন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে দিয়ে নানা ইস্যু তুলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। এই দাবি, সেই দাবি তুলে সরকারকে বেকায়দায় ফেলা হচ্ছে। এ অবস্থায় সংস্কার করবে, না ভোটের দিকে যাবে, না চ্যালেঞ্জ মোকাবিলা করবে। আমরা সরকারকে বলেছি, গোটা বাংলাদেশ আপনার পেছনে আছে। আপনি (প্রধান উপদেষ্টা) তাড়াতাড়ি সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল অন্য রাজনৈতিক দলগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, ‘কেউ কেউ নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। তারা বলে কোনো সংস্কার দরকার নেই। সংস্কার হলো চলমান প্রক্রিয়া। সংস্কার আর নির্বাচন একসঙ্গে হবে। এ কথার মধ্যে আমরা অন্য গন্ধ পাই। ওই যে ডামি, আমির নির্বাচনের মতো। তোমরাও কেটেকুটে বাক্স ভরতে চাও। ভাই রে…আমাদের তো টাকাও নাই, মাস্তানও নাই, আমরা তো ব্যালট কাটতে পারব না। আমরা কেন্দ্র দখল করতে পারব না। এখন জামায়াতের বিরুদ্ধেও ষড়যন্ত্র শুরু হয়েছে। তাঁরা আওয়ামী ভাষায়, ফ্যাসিবাদের ভাষায় কথা বলছেন। আমরা বলি খবরদার, এই পথ সর্বনাশা পথ, এ পথে ফ্যাসিবাদের অবসান হয়েছে। নিরপেক্ষ নির্বাচন হলেই আমাদের লাভ, বাংলাদেশের মানুষও চায় একটি নিরপেক্ষ নির্বাচন। এ জন্য চাই সংস্কার, সেই সংস্কার শেষ করুন। আগামী ছয় মাসের মধ্যে সংস্কার কমিশনের রিপোর্টগুলো বিবেচনা করে, পলিটিক্যাল পার্টি, স্টেকহোল্ডারদের সঙ্গে আপনি (প্রধান উপদেষ্টা) মতবিনিময় করে, সংস্কারের কাজগুলো শেষ করুন। ছয় মাস পর সংস্কার শেষ করে আপনি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।’