1. my@banglakhobor.online : দৈনিক বাংলা খবর : দৈনিক বাংলা খবর
  2. info@www.banglakhobor.online : বাংলা খবর :
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
ছোট সাজ্জাদ পুলিশ কে গুলি করে পালায়, আশঙ্কাজনক-০২, স্ত্রী কে দিয়ে ৩ পুলিশ সহ ৬ জনের বিরুদ্ধে মামলার রহস্য উদ্ঘাটন টাইমের প্রচ্ছদ: মার্কিন প্রেসিডেন্টের ডেস্কের চেয়ারে ট্রাম্পের জায়গায় ইলন মাস্ক দুদকের এক পরিচালক বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের অভিযোগ ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিনের ফোনালাপ ব্রহ্মপুত্রে আবারও ডাকাতি, পুলিশ নির্বিকার আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, একজন গুলিবিদ্ধ কৃষিজমিতে কীটনাশকের ব‍্যবহার নিয়ন্ত্রণে আনতে হবে – মৌলভীবাজারে উপদেষ্টা ফরিদা আখতার গাজীপুরসহ সারাদেশে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’ চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে ভূমিকা পালন করতে হবে – শহিদুজ্জামান কাকন বিএনপি নৈরাজ্যে নয়, উন্নয়নে বিশ্বাসী- কাজী মনিরুজ্জামান

রাজশাহী রেলস্টেশনে ক্ষুব্ধ যাত্রীদের ভাঙচুর, ফেরত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

কর্মবিরতিতে ট্রেন চলাচল বন্ধ থাকায় টিকিট কেটে যাত্রা করতে না পেরে স্টেশনে ভাঙচুর করেন যাত্রীরা। আজ সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনেছবি: শহীদুল ইসলাম

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে ট্রেন বন্ধ থাকায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ যাত্রীরা। পরে তাঁরা টিকিটের টাকা ফেরত নিয়ে রেলস্টেশন ছাড়েন।

আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত স্টেশনে বিক্ষোভ ও ভাঙচুর করেন কয়েক শ যাত্রী। ক্ষুব্ধ যাত্রীরা টিকিট পরিদর্শকদের (টিটিই) একটি কক্ষের চেয়ার-টেবিল এবং স্টেশনে রাখা কিছু চেয়ার ভাঙচুর করেন। অন্য কক্ষগুলোর দরজা তালাবদ্ধ ছিল। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে। টিকিটের টাকা ফেরত নিয়ে যাত্রীরা চলে যান।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন আজ সকাল ৯টার দিকে প্রথম আলোকে বলেন, ‘যারা কাউন্টার থেকে টিকিট কেটেছিলেন, তাঁদের কাউন্টার থেকেই টাকা ফেরত দেওয়া হয়েছে। আর যাঁরা অনলাইনে টিকিট কাটেন, তাঁদের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে। এখন স্টেশনে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। পরিস্থিতি এখন শান্ত আছে।’

ক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে ভাঙচুর করলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আজ সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে

 

ক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে ভাঙচুর করলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আজ সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনেছবি: শহীদুল ইসলাম

 

ময়েন উদ্দিন আরও বলেন, গতকাল সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। মধ্যরাত থেকে আজ ভোর পর্যন্ত রাজশাহী থেকে কোনো ট্রেন ছেড়ে যাওয়ার মতো ছিল না। তবে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন গন্তব্যের ছয়টি ট্রেন ছিল। এসব ট্রেন ছেড়ে যায়নি। গতকাল দিবাগত রাতে ঢাকা থেকে যাত্রা শুরু করা পদ্মা এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার ভোরে রাজশাহী এসেছে।

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স (ভাতা) যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতার নিরসন না হওয়ায় গতকাল মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এই রানিং স্টাফরা হলেন গার্ড, ট্রেনচালক (লোকোমাস্টার), সহকারী চালক ও টিকিট পরিদর্শক (টিটিই)।

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে ট্রেন বন্ধ থাকায় রাজশাহী রেলওয়ে স্টেশনে এসে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা

 

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে ট্রেন বন্ধ থাকায় রাজশাহী রেলওয়ে স্টেশনে এসে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরাছবি: শহীদুল ইসলাম

 

রাজশাহী রানিং স্টাফ ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ আছে। আমাদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। কেন্দ্রীয় কমিটি যখন কর্মবিরতি প্রত্যাহার করবে, তখন ট্রেন চলবে।’

আজ সকাল ১০টা নাগাদ কিছু যাত্রী স্টেশন ছেড়ে যাননি। তাঁরা স্টেশনে অপেক্ষা করছিলেন। কী মীমাংসা হয়, তা দেখার জন্য বসে ছিলেন। দর্শনা থেকে নার্গিস বেগম (৪০) তাঁর স্বামী ও সন্তানদের নিয়ে রাজশাহীতে চিকিৎসার জন্য এসেছিলেন। সকাল থেকে ট্রেনের জন্য তাঁরা অপেক্ষা করছিলেন। তাঁরা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছিলেন।

সেনাবাহিনীর সদস্যরা রাজশাহী রেলওয়ে স্টেশনে গেলে পরিস্থিতি শান্ত হয়

 

সেনাবাহিনীর সদস্যরা রাজশাহী রেলওয়ে স্টেশনে গেলে পরিস্থিতি শান্ত হয়ছবি: শহীদুল ইসলাম

 

আবদুল মান্নান (৬৪) নামে রাজবাড়ীর একজন যাত্রী বলেন, তিনি আগের দিন এসেছিলেন রাজশাহী শহরে ব্যক্তিগত কাজে। আজ সকাল থেকে তিনি স্টেশনে অপেক্ষা করছিলেন। তিনি মধুমতি এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছিলেন।

চুয়াডাঙ্গার মনিরুদ্দিন (৭৫) তাঁর স্ত্রীসহ ভোর পাঁচটা থেকে স্টেশনে বসে ছিলেন। তিনি বলেন, রাজশাহী শহরে চিকিৎসক দেখাতে এসেছিলেন। আসার সময় ফেরত টিকিট কেটে এসেছিলেন। এখন নিরুপায় হয়ে স্টেশনে বসে আছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত