1. my@banglakhobor.online : দৈনিক বাংলা খবর : দৈনিক বাংলা খবর
  2. info@www.banglakhobor.online : বাংলা খবর :
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
ছোট সাজ্জাদ পুলিশ কে গুলি করে পালায়, আশঙ্কাজনক-০২, স্ত্রী কে দিয়ে ৩ পুলিশ সহ ৬ জনের বিরুদ্ধে মামলার রহস্য উদ্ঘাটন টাইমের প্রচ্ছদ: মার্কিন প্রেসিডেন্টের ডেস্কের চেয়ারে ট্রাম্পের জায়গায় ইলন মাস্ক দুদকের এক পরিচালক বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের অভিযোগ ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিনের ফোনালাপ ব্রহ্মপুত্রে আবারও ডাকাতি, পুলিশ নির্বিকার আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, একজন গুলিবিদ্ধ কৃষিজমিতে কীটনাশকের ব‍্যবহার নিয়ন্ত্রণে আনতে হবে – মৌলভীবাজারে উপদেষ্টা ফরিদা আখতার গাজীপুরসহ সারাদেশে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’ চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে ভূমিকা পালন করতে হবে – শহিদুজ্জামান কাকন বিএনপি নৈরাজ্যে নয়, উন্নয়নে বিশ্বাসী- কাজী মনিরুজ্জামান

মৌলভীবাজারে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন এম নাসের রহমান

মো. মোয়াজ্জেম হোসেন চৌধুরী, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন। এম নাসের রহমান শীত বস্ত্র বিতরণ কালে বলেন, শীতের কষ্ট সেই বুঝবে, যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে নেতাকর্মীরা কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন।

সেই কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে সমাজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ব্যক্তি প্রতিষ্ঠানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। গতকাল মৌলভীবাজার পৌর বিএনপি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসের রহমান বলেন, “সমাজের প্রতিটি মানুষের উচিত- মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা”। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। ফেব্রুয়ারি মাসেও প্রচণ্ড শীত থাকবে। এ সময়ে শীতার্ত মানুষের শীত নিবারণে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পৌর বিএনপি’র আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সরওয়ার মজুমদার ইমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ আব্দুল মুকিত, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ বদরুল আলম, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, বকসী মিছবাহ উর রহমান, মুজিবুর রহমান মজনু, শ্যামলী সূত্র ধর, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজা করিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত