আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির প্রশিক্ষণবিষয়ক কমিটির আয়োজনে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও মেহেরপুর জেলায় বিএনপির কর্মশালায় ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন তারেক রহমান। ‘রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালায় ওই চার জেলার নেতারা অংশ নেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই কর্মশালা চলে। কুষ্টিয়ার কর্মশালা হয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। মাগুরায় কর্মশালা হয় শহরের আসাদুজ্জামান মিলনায়তনে। চুয়াডাঙ্গা শহরের শাহেদ গার্ডেনে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার কর্মশালা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা শহরের শাহেদ গার্ডেনে বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতা–কর্মীরা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘অস্ত্রের জোরে ক্ষমতায় বসে ছিল পতিত স্বৈরাচার সরকার, নির্দিষ্ট তারিখ না জানলেও আমরা জানতাম, এদের পতন হবে। সেই বিশ্বাস থেকেই আমরা ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছি। স্বৈরাচার সবকিছু ধ্বংস করেছে, সেই দেশকে মেরামত করতে হবে। কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার করতে চাচ্ছে, তার সবই এই ৩১ দফায় রয়েছে। কারণ, বিএনপি দেশ ও জনগণ নিয়ে ভাবে। সরকার যে কমিশন করেছে, যেসব বিষয়ে জমা দিয়েছে রিপোর্ট, কমবেশি আমাদের কথা। মূল বিষয়, তাঁরা আমাদের বাইরে যেতে পারছেন না।’
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার খন্দকার আবদুল মজিদ প্রশ্ন করেন, গঙ্গা-কপোতাক্ষ চুক্তির ফলে এই অঞ্চলে চারটি জেলা কৃষি স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। কিন্তু বর্তমানে ভারতের অসহযোগিতার ফলে খালগুলো পানিশূন্য, সেচ প্রকল্প অকেজো। এ ব্যাপারে বিএনপি ক্ষমতায় গেলে কী পদক্ষেপ নেবে?
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আহ্বায়ক মওদুদ আলমগীর, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মেহেদী আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম, সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, রাগীব রউফ চৌধুরী, ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান কর্মশালায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ স্বাগত বক্তব্য দেন। কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমানের উপস্থাপনায় কর্মশালায় প্রধান আলোচক ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। আলোচক হিসেবে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির সহত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নেওয়া হালিমা আরলী, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোছা. শাম্মী আক্তার, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান।