1. my@banglakhobor.online : দৈনিক বাংলা খবর : দৈনিক বাংলা খবর
  2. info@www.banglakhobor.online : বাংলা খবর :
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ছোট সাজ্জাদ পুলিশ কে গুলি করে পালায়, আশঙ্কাজনক-০২, স্ত্রী কে দিয়ে ৩ পুলিশ সহ ৬ জনের বিরুদ্ধে মামলার রহস্য উদ্ঘাটন টাইমের প্রচ্ছদ: মার্কিন প্রেসিডেন্টের ডেস্কের চেয়ারে ট্রাম্পের জায়গায় ইলন মাস্ক দুদকের এক পরিচালক বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের অভিযোগ ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিনের ফোনালাপ ব্রহ্মপুত্রে আবারও ডাকাতি, পুলিশ নির্বিকার আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, একজন গুলিবিদ্ধ কৃষিজমিতে কীটনাশকের ব‍্যবহার নিয়ন্ত্রণে আনতে হবে – মৌলভীবাজারে উপদেষ্টা ফরিদা আখতার গাজীপুরসহ সারাদেশে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’ চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে ভূমিকা পালন করতে হবে – শহিদুজ্জামান কাকন বিএনপি নৈরাজ্যে নয়, উন্নয়নে বিশ্বাসী- কাজী মনিরুজ্জামান

অ্যাকাউন্ট বাতিলের মামলা: সমঝোতার জন্য ট্রাম্পকে আড়াই কোটি ডলার দেবে মেটা

এএফপি, ওয়াশিংটন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
অ্যাকাউন্ট বাতিল–সংক্রান্ত একটি মামলায় সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আড়াই কোটি ডলার দিতে রাজি প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটা। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার পর ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়। এরই জের ধরে মেটার বিরুদ্ধে মামলাটি করেছিলেন তিনি।

ট্রাম্পকে আড়াই কোটি ডলার দিতে রাজি থাকার কথা বুধবার মেটা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এই সমঝোতার বিষয়টি প্রথম নজরে আনে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। মামলায় আসামি করা হয়েছিল মেটা ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কমকর্তা মার্ক জাকারবার্গকে। এই সমঝোতার মাধ্যমে মামলায় ট্রাম্প জয় পেয়েছেন, তা বলাই চলে।

সমঝোতা চুক্তির বিষয়ে জানাশোনা আছে এমন ব্যক্তিদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, আড়াই কোটি ডলারের মধ্যে ২ কোটি ২০ লাখ ডলার ট্রাম্পের ভবিষ্যৎ প্রেসিডেন্সিয়াল পাঠাগারের তহবিলে যুক্ত হবে। আর বাকি অর্থ এই মামলার অন্যান্য বাদীর আইনজীবীদের ফিসহ বিভিন্ন খরচ মেটাতে কাজে লাগানো হবে।

২০২১ সালের ৬ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের আনুষ্ঠানিক অনুমোদনের দিন মার্কিন ক্যাপিটলে হামলা চালান ট্রাম্পের সমর্থকেরা। ওই হামলার পেছনে ট্রাম্পের উসকানি ছিল, এমন অভিযোগে মামলাও হয়েছিল। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্ট বাতিল নিয়ে ব্যাপক সমালোচনা করেছিলেন ট্রাম্প।

তবে গত নির্বাচন ঘিরে প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ট্রাম্পের দহরম–মহরম দেখা গেছে। ২০ জানুয়ারি রাজধানী ওয়াশিংটনে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে জাকারবার্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের স্বত্বাধিকারী ইলন মাস্ককে দেখা গিয়েছিল। দুজনই ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত