রাউজান পৌরসভার উদ্যোগে ৬নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ৬নং ওয়ার্ডস্থ শরীফ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পার্শ্বস্থ মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক মোহাম্মদ সহিদ চৌধুরী, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল কিবরিয়া খোকন, পৌর যুবদল নেতা মোহাম্মদ ওমর ফারুক, আব্দুল শুক্কুর, বায়তুর রহমান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নূর মোহাম্মদ, ছাত্র প্রতিনিধি মোহাম্মদ জোনায়েদ সহ অনেকে।
এতে প্রায় অর্ধ শতাধিক নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।